কর্পোরেট সংবাদ ডেস্ক : মুহাম্মদ ইউনূসের বিচারাধীন মামলাগুলো স্থগিত করার জন্য অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিছু বৈশ্বিক বিশিষ্টজনের পাঠানো চিঠিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এটি বাংলাদেশ সরকারের নজরে এসেছে, রাজনৈতিক নেতাসহ একদল আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং কিছু বাংলাদেশি নাগরিক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন।
এতে বলা হয়েছে, খোলা চিঠিতে সুস্পষ্টভাবে তথ্যের ঘাটতি রয়েছে এবং এটি বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি অবমাননাকর। এটি সরকারের কাছে বিস্ময়কর, চিঠিতে স্বাক্ষরকারীরা ইতোমধ্যে বিচারাধীন মামলার যোগ্যতা এবং বিচারিক কার্যক্রমের ফলাফল সম্পর্কে তাদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছেছেন।’
বাংলাদেশ পেনাল কোড এবং অ্যান্টি-মানি লন্ডারিং অ্যাক্ট, ২০১২ এর সুনির্দিষ্ট বিধানের অধীনে মামলা দায়ের করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। সূত্র-বাসস।
আরও পড়ুন:
শ্রম আইন লঙ্ঘনে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে: আপিল বিভাগ
আবারও মানিলন্ডারিং এর মামলায় ড. ইউনূস
সাংবাদিক ইলিয়াসের সম্পত্তি ক্রোক করার নির্দেশ
ধর্ষণের শিকার নারীর ‘টু ফিঙ্গার’ পরীক্ষা নিষিদ্ধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ