শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দরপতনের শীর্ষে রয়েছে বিডি মনোস্পুল পেপার লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ১.৪৮ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি সর্বশেষ ২৫৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৯৩ বারে ৫০ হাজার ৮৭টি শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড। আজ কোম্পানিটির দর ১৭ টাকা ৫০ পয়সা বা ২.২৫ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭৬১ টাকা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি ওয়েল্ডিং। আজ কোম্পানিটির দর ৫০ পয়সা বা ২.১৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইনফরশেন সার্ভিসেস নেটওয়ার্ক, ওরিয়ন ইনফিউশন, আজিজ পাইপস, মুন্নু অ্যাগ্রো, পূবালী ব্যাংক ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কর্পোরেট সংবাদ/এএইচ