October 25, 2024 - 5:32 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের সঙ্গে ভূমিকম্পের আঘাত

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের সঙ্গে ভূমিকম্পের আঘাত

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একদিকে ঘূর্ণিঝড় অন্যদিকে ভূমিকম্প। ক্রান্তীয় ঝড় হিলারি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে রোববার আঘাত হানে শক্তিশালী এই ঝড়।

যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে ঝড়টি মেক্সিকো অতিক্রম করেছে। এদিকে হিলারি আঘাত হানার ঠিক আগমুহূর্তেই দক্ষিণাঞ্চলীয় ওজাই শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। তবে এখনো পর্যন্ত ওই ঘূর্ণিঝড় থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বলা হচ্ছে গত ৮৪ বছরের মধ্যে এটাই প্রথম এ ধরনের ঝড় যা যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে। এই শক্তিশালী ঝড়ের প্রভাবে লস অ্যাঞ্জেলেস এবং পাম স্প্রিংস ও ডেথ ভ্যালির মতো মরুভূমি অঞ্চলে রেকর্ড বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব ধরনের ফেডারেল সহায়তার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সব স্কুল ও বিমানের ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় বন্যায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে গাছ ভেঙ্গে পড়েছে এবং বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে আবহাওয়ার অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা গেছে। শুধু যুক্তরাষ্ট্রই নয় মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে বিশ্বের অন্যান্য দেশেও।

এর আগে শক্তিশালী এ ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক দিনে এক বছরের সমান বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সবাই নিরাপদে থাকুন। কর্তৃপক্ষ পাঁচটি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় সাড়ে ৭ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কয়েকশ ন্যাশনাল গার্ডের সেনা সদস্য রয়েছেন। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হিলারি।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...