নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্টিজ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১২.৭২ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৬০ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯০ লাখ ১০ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৭ দশমিক ৪০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৯৬ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭৪ লাখ টাকা।
নিটল ইন্সুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৫.৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৪৫ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬১ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্স্যুরেন্স, ম্যারিকো বাংলাদেশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।