নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ইউনিটধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত ৩০জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীদেরকে ১ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ ইউনিট প্রতি ১০ পয়সা লভ্যাংশ পাবেন ফান্ডটির ইউনিটধারীরা।
রোববার (১৩ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির ইউনিট প্রতি আয় হয়েছে ০৯ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৯৩ পয়সা।
বাজার মূল্য অনুযায়ী শেয়ারটির সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ১২ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ আগামী ৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।