কর্পোরেট সংবাদ ডেস্ক: আরও ২২ হাজার ১০১টি নতুন ঘর পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন পরিবার । বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও করফারেন্সে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে আরও ১২টি জেলাসহ ১২৩টি উপজেলা গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।
খুলনার তেরখাদা উপজেলার বারাসাত সোনার বাংলা পল্লী, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্ল্যাহপুর আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে ১২৩টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন তিনি।
এই প্রকল্পের আওতায় চারটি পর্যায়ে এরই মধ্যে সারাদেশে ২ লাখ ৩৮ হাজার ৮৫১টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারে গড়ে পাঁচজন করে সদস্য হিসাবে মোট ১১ লাখ ৯৪ হাজার ৩৫ জন ছিন্নমূল মানুষকে পুনর্বাসিত করেছে সরকার। এসব আশ্রয়ণ প্রকল্পে থাকার পাশাপাশি কর্মসংস্থানেরও ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে। ডিজিটাল সুযোগ সুবিধাও এখন তাদের হাতের নাগালে। পাশাপাশি অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করে গৃহহীনদের পুনর্বাসন করছে সরকার।
এএইচ