December 5, 2025 - 1:43 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনমৌলভীবাজারে ২০২২ সালে আলোচিত ঘটনা

মৌলভীবাজারে ২০২২ সালে আলোচিত ঘটনা

spot_img

তিমির বনিক: ইতোমধ্যে বিদায় নিয়েছে ২০২২ সাল। শুরু হয়েছে নতুন বছর ২০২৩। গেল বছরে মৌলভীবাজারে ঘটে যাওয়া বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী হয়েছে দেশবাসী। বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছিল জেলাটির নাম। বছর জুড়ে এসব ঘটনা জন্ম দিয়েছে নানা আলোচনা-সমালোচনার। এক নজরে জেনে নেওয়া যাক মৌলভীবাজারে ঘটে যাওয়া ঘটনাগুলো।

মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু:
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি টিলাতে উঠে পাখির বাচ্চা ধরতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়। গত বছরের শনিবার ২৬ মার্চ উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলাম নগর গ্রামে এ ঘটনা ঘটে। সেসময় টিলাটি ধসে পড়লে তারা সবাই সেখানে মাটিচাপা পড়েন। মৃতরা হলেন- ভাটেরার পশ্চিম ইসলামনগরের সুমন মিয়া (১৫), নাহিদ আহমদ (১৪) ও আব্দুল কবির (৯)।

পারাবত ট্রেনে আগুন:
মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে আগুন লেগে তিনটি বগি পুড়ে যাওয়ার ঘটনায় চার ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন ছিল। এ ঘটনা গত ১১ জুন দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনউষার চক কবিরাজি এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত ঘটে। এসময় ট্রেনের পাওয়ারকারে আগুন লাগে, এতে তিনটি বগি পুড়ে যায়।

আকাশে উড়ে যায় হাওরের জল:
এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকিতে অদ্ভুত এক দৃশ্যের সৃষ্টি হয়েছিল। গত বছরের ২৩ জুলাই সন্ধ্যায় জেলার বড়লেখা উপজেলার মৌলভীবাজারের বড়লেখা সুজানগর বারহালি চাতলা বিলের কাছে দক্ষিণ হাওর হাকালুকিতে এমন জলকুণ্ডলীর দেখা মেলে। হাওরের জলকুণ্ডলীর পাকিয়ে উঠে যায় আকাশে। হাকালুকিতে এমন দৃশ্য খুবই বিরল ছিল। অবাক করা এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এ দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

চা শ্রমিকদের আন্দোলন:
২০২২ সালে মৌলভীবাজারসহ সারাদেশের আলোচিত ঘটনা হল চা শ্রমিক আন্দোলন। মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের লাগাতার কর্মবিরতি ছিল সর্বাধিক আলোচিত বিষয়।

যাদের শ্রমে আর ঘামে চা শিল্পের উন্নয়ন, সেই চা শ্রমিকদের এখন নুন আনতে পানতা ফুরোয় অবস্থা, সেই চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩শ টাকা বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের ৯২টি চা বাগানের শ্রমিকেরা কর্মবিরতি পালন শুরু করেন টানা ১৯ দিন। এই আন্দোলন সফল করতে গত বছরের ৯ আগস্ট থেকে টানা ১৯ দিন জেলার ৯২টি চা বাগানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন।

এসময় বাগানে বাগানে মিছিলে মিটিং সহকারে কর্মবিরতিসহ সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করতে দেখা গেছে তাদের। দাবি আদায়ে সেইসময় বেশ উত্তাল ছিল মৌলভীবাজার জেলার চা বাগানগুলো।

টিলা ধসে ৪ চা শ্রমিকের মৃত্যু:
১৯ আগস্ট জেলার শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের একটি টিলা ধসে মাটিচাপায় ৪ নারীর মৃত্যু হয়। তারা সবাই চা শ্রমিক ছিলেন। ঐদিন সকালে ৪ জন নারী ঘর লেপার মাটি সংগ্রহ করতে গিয়ে টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সেসময় মাটিচাপায় তারা ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহতরা ছিলেন, চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

স্বজনহারা সরকারি সদনে থাকা দুই কন্যার রাজকীয় বিয়ে:
২৭ অক্টোবর মৌলভীবাজার সমাজসেবা অধিদফতরের পরিচালিত এতিম ও প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দুই কন্যার রাজকীয় বিয়ের হয়। যাদের বেড়ে ওঠা এই প্রতিষ্ঠান ঘিরেই। দুই কন্যা শাকিলা ইসলাম ও নয়নতারা। ওদের মধ্যে শাকিলা ইসলামের বিয়ে হয় আল আমিনের সঙ্গে এবং নয়নতারার বিয়ে হয় মো. সাব্বিরের সঙ্গে। এই দুই দম্পতির জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন।

অস্ত্রসহ ৪ ভারতীয় নাগরিক আটক:
৩ নভেম্বর জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের একটি পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রসহ ৪ ভারতীয় নাগরিককে স্থানীয়রা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি ইয়ারগান উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, সতিন্দ্র রিয়াং(২১), নিরঞ্জ রিয়াং(২৮), সম্রাট রিয়াং (২১), সুমিরন রিয়াং(৩১)। তারা সবাই ভারতের রাজকান্দী জেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রেমের প্রতিশোধ নিতে যেয়ে প্রেমিক হাজতে:
দীর্ঘদিন প্রেমের সম্পর্ক। আর সেই সম্পর্কের জেরে মেয়ের সঙ্গে ছবি তুলে রেখেছিলেন প্রেমিক। অতঃপর সেই ছবি ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতেই ঘটে বিপত্তি। সেই প্রেমিক যুবকের ঠাই হয় শ্রীঘরে। এমন ঘটনা ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলি গ্রামে। উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলি গ্রামের তাজ উদ্দিনের সাথে প্রেম ছিল একই গ্রামের এক টুনটুনির।

ইতোমধ্যে প্রেমের সমাপ্তি ঘটায় তাজ উদ্দিন বিয়ে করে ফেলেন অন্যত্র। গত ৪-৫ দিন পূর্বে অভিযুক্ত তাজ উদ্দিন ঐ মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেন। এ ঘটনায় টুনটুনির বাবা গত ৩১ ডিসেম্বর বাদি হয়ে জুড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করলে পুলিশ অভিযুক্ত তাজ উদ্দিনকে গ্রেপ্তার করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...