নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির মোট ২১ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এডিএন টেলিকমের ৫ কোটি ২৯ লাখ ৪২ হাজার, দ্বিতীয় স্থানে অ্যামারেল্ড অয়েলের ২ কোটি ৯৯ লাখ ১১ হাজার ও তৃতীয় স্থানে মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৬১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের ১ কোটি ৩৩ লাখ ২৮ হাজার, ম্যারিকোর ১ কোটি ১৭ লাখ ৩২ হাজার, আল-হাজ্ব টেক্সটাইলের ৭১ লাখ ৯৬ হাজার, রেনেটা লিমিটেডের ৬২ লাখ ৪১ হাজার, সোনালী পেপারের ৫৭ লাখ ২৯ হাজার, গ্রামীণফোনের ৫২ লাখ ৭৮ হাজার এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।