কর্পোরেট সংবাদ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতীয় বেতন স্কেলে স্বতন্ত্র গ্রেড প্রবর্তন বা ২০ গ্রেডের পরিবর্তে ১০ টি বা ভিন্নতর গ্রেডের প্রচলন করা হবে কিনা তা খতিয়ে দেখার সুযোগ রয়েছে।
রোববার (২৫ জুন) সংসদে সরকারি দলের সদস্য সৈয়দা রুবিনা আক্তারের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে, ১৯৭৭ সাল থেকে জাতীয় বেতন স্কেলে মোট ২০টি গ্রেড চালু করা হয়েছে। পরবর্তী জাতীয় বেতন স্কেল নির্ধারণের সময় ২০ গ্রেড থেকে কমিয়ে ১০টি গ্রেড প্রবর্তন করা হবে কিনা তা পরীক্ষা করার সুযোগ রয়েছে।
নেপাল, ভারত ও শ্রীলঙ্কাসহ অন্যান্য প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশের বাজার পরিস্থিতি পর্যালোচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে জাতীয় বেতন স্কেলে মোট ১০টি গ্রেডের প্রস্তাব করা হয়েছিল।
আরও পড়ুন:
পদ্মা সেতু থেকে দৈনিক গড়ে ২ কোটি ১৮ লাখ টাকা টোল আদায়
বাংলাদেশের শান্তিরক্ষীদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা জাতিসংঘের