October 24, 2024 - 11:31 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনদুবাইতে নয়, ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর নিউইয়র্ক-ভার্জিনিয়ায়

দুবাইতে নয়, ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর নিউইয়র্ক-ভার্জিনিয়ায়

spot_img

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের প্রবাসীদের জনপ্রিয় ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডসের ২১তম আসর এবার দুবাইতে হচ্ছে না। গত বছরের ঘোষনা অনুযায়ী এবারে এ আসরটি দুবাইতে অনুষ্ঠিত হবার কথা ছিল। অনিবার্য কারণ বশতঃ তা বতিল করে নিউ ইয়র্কের পাশাপাশি ভার্জিনিয়ায় এবারের ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডসের আসর বসছে বলে জানিয়েছেন আয়োজক শোটাইম মিউজিক। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

আগামী ২৫ জুন রোববার সন্ধ্যায় ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের ২১তম আসর বসবে নি উইয়র্ক সিটির জ্যামাইকার অ্যামাজুরা হলে এবং ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় আগামী ১ জুলাই অনুষ্ঠিত হবে। এবারেঙ্গি প্রথম এ আসরকে দু’টি ভাগে সাজানো হয়েছে।

শোটাইম মিউজিকের স্বত্তাধিকারী আলমগীর খান আলম বলেন, গত বছরে ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর থেকে আমরা চলতি (২০২৩) সালের আসর দুবাইতে অনুষ্ঠিত হবে বলে ঘোষনা করেছিলাম, কিন্তু সেখানে আমাদের পছন্দের ভেন্যুসহ পৃষ্ঠপোষকতার অভাব দেখা দেওয়ায় সে পরিকল্পনা বাতিল করা হয়েছে। ফলে এবারে নিউ ইয়র্কের পাশাপাশি ভার্জিনিয়ায় একটি নতুন ভেন্যু সাজিয়েছি। আশা করি প্রতিবছর নিউয়র্কের মতোই ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডসেও আমরা সফল হবো। ভার্জিনিয়ায় শোটাইম মিউজিকের সঙ্গে সহ-আয়োজক হিসাবে থাকছে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন, বাইটপো, লাভ শেয়ার বিডি ও ৭১ ফাউন্ডেশন।

তিনি জানান, ১২’শ আসন বিশিষ্ট জ্যামাইকার অ্যামাজুরা পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিটি মেয়র এরিক অ্যাডামস। এদিন মোট ৩৫টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে মিউজিক অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।
নিউ ইয়র্কে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় ব্যান্ডতারকা জেমস, তাহসান, জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, গায়ক প্রতীক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।

অন্যদিকে ১ জুলাই ভার্জিনিয়ায় ঢালিউড ফিল্ম আওয়ার্ডের ২১তম আসরে বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্রের প্রায় ১৫ জন তারকা শিল্পী অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছেন পূজা চেরি, মিশা সওদাগর, জায়েদ খান, অমিত হাসান, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, সাজু খাদেম, তাসনিয়া ফারিণ, জিয়াউল হক পলাশ, শাহনাজ খুশি, মন্দিরা চক্রবর্তী, মডেল মিথিলা, তৃণা ও ইয়াসমিন।

অন্যদিকে, ভার্জিনিয়ায় ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডসে দেশের সেরা অভিনয় শিল্পীরা উপস্থিত থাকবেন বলে জানান আলমগীর খান আলম। এ ধরনের বড় একটি আয়োজন ভার্জিনিয়ায় করার সুযোগ দেওয়ার জন্য আলমগীর খান আলম ধন্যবাদ জানান ভার্জিনিয়ার হোস্ট ৪টি সংগঠনকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভার্জিনিয়া প্রবাসী ব্যবসায়ী নেতা কবির পাটোয়ারী, ৭১ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পারভিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মনির হোসেন, বাংলাদেশ আমেরিকা ফাউন্ডেশনের সভাপতি হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক সারোয়ার মাহি ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য আসর সফল করার জন্য কাজ শুরু করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...