December 17, 2025 - 3:03 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকঅভিন্ন শরণার্থী নীতি গ্রহণের পথে ইউরোপীয় ইউনিয়ন

অভিন্ন শরণার্থী নীতি গ্রহণের পথে ইউরোপীয় ইউনিয়ন

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : অভিন্ন শরণার্থী নীতির প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ঐকমত্যের সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও ইউরোপের বহির্সীমানায় কড়াকড়ি বৃদ্ধির পরিকল্পনার সমালোচনা চলছে, তবু অভিন্ন শরণার্থী নীতি কার্যকরের বিষয়ে আশার আলো দেখছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

ইউরোপ বহু বছর ধরেই শরণার্থীদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে। মূলত ২০১৫ সালে সিরিয়া যুদ্ধের কারণে ১০ লাখেরও বেশি শরণার্থী প্রবেশ করার পর থেকে চাপে পড়ে ইইউ। বিশেষ করে ভূমধ্যসাগর উপকূলবর্তী দেশগুলোর জন্য এ সংকট বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অথচ শরণার্থীদের প্রশ্নে ইইউ এখন পর্যন্ত কোনো অভিন্ন নীতি সম্পর্কে ঐকমত্যে আসতে পারেনি।

এক্ষেত্রে পূর্ব ইউরোপের দেশগুলো শরণার্থীদের ন্যায্য বণ্টনের বিরোধিতা করে আসছে। আবার জার্মানি, ফ্রান্স, সুইডেনের মতো দেশগুলো একাই সেই বোঝা টানতে চাইছে না। ফলে কিছু বিচ্ছিন্ন পদক্ষেপের মাধ্যমে কোনো রকমে পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। অবশেষে চলতি সপ্তাহেই এক্ষেত্রে বোঝাপড়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে।

ইইউ’র অভিবাসন কমিশনার ইভা ইয়োহান্সসন গত মঙ্গলবার (৬ জুন) সাংবাদিকদের বলেন, একসঙ্গে কাজ করলেই ইউরোপ শক্তিশালী হতে পারে। মানবিক অথচ কড়া পন্থায় অভিবাসন সামলানো গেলে সবার সুবিধা হবে। তবে সম্ভাব্য বোঝাপড়ার আওতায় ইউরোপীয় ইউনিয়নের সব দেশ এখনো শরণার্থীদের ন্যায্য বণ্টন মেনে নিতে প্রস্তুত নয়। বিশেষ করে, পূর্ব ইউরোপের অনেক দেশের পপুলিস্ট সরকার বহিরাগতদের আশ্রয় দেওয়ার বিরোধিতা করছে। ফলে আপসের জন্য তারা শরণার্থী পরিস্থিতি সামলাতে অর্থ বা লোকবল দিতে সম্মতি জানাতে পারে। সেইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বহির্সীমানায় রাজনৈতিক আশ্রয়ের আবেদনের প্রাথমিক মূল্যায়নের নিয়ম চালু করার প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে।

ইয়োহান্সসন বলেন, এবারও ঐকমত্য সম্ভব না হলে সবারই ক্ষতি হবে। বৃহস্পতিবার ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শেষ পর্যন্ত ইইউর সব সদস্য দেশ অভিন্ন শরণার্থী নীতি মেনে নিলেও এমন আপস-মীমাংসার সমালোচনা করছে অক্সফ্যামের মতো অনেক সংগঠন। তাদের মতে, ইউরোপকে দুর্গের মতো অভেদ্য করে তুলে শরণার্থীদের বাইরে রাখার চেষ্টা চলছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এ ধরনের সমালোচনার জবাবে বলেন, তিনি ব্যক্তিগতভাবে সীমান্তের প্রক্রিয়াকে সঠিক পথ মনে না করলেও শরণার্থীদের ন্যায্য বণ্টনের ক্ষেত্রে আপাতত এছাড়া আর কোনো উপায় নেই। সম্প্রতি ব্রাজিল সফরকালে এই মন্তব্য করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বহুকাল পরে এই প্রথম ইইউর সব দেশ ভিন্ন স্বার্থ ও দৃষ্টিভঙ্গি সত্ত্বেও শরণার্থী এবং রাজনৈতিক আশ্রয়ের প্রশ্নে সাধারণ সমাধান সূত্রের জন্য চেষ্টা করছে। সূত্র: ডয়েচে ভেলে

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...