নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ৪র্থ জিরো-কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ড ইস্যু করে কোম্পানিটি ২০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়।
সোমবার (১৫ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বৈঠকে ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, বন্ড ইস্যুর মাধ্যমে তারল্য প্রবাহ বাড়িয়ে কোম্পানির চলমান অর্থায়ন চাহিদা পূরণের লক্ষ্যে পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।