পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৩টি কোম্পানির ১১ কোটি ৯০ লক্ষ ৩৪ হাজার ৬২১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৩৬ কোটি ৪৯ লক্ষ ৪৫ হাজার ৮৪৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৯.০৩ পয়েন্ট কমে ৬২৬৩.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.১০ পয়েন্ট কমে ২১৯০.২৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.০৬ পয়েন্ট কমে ১৩৬৮.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএসসি, সী পার্ল বীচ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, সানলাইফ ইন্স্যুরেন্স, অগ্নী সিস্টেম, সিভিওপিআরএল, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও জেমিনী সী ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, তমিজুদ্দীন টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস, পেপার প্রসেসিং, ওআইমেক্স ইলেক্ট্রোড, কর্নফুলী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও মনোস্পুল পেপার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জিবিবি পাওয়ার, সী পার্ল বীচ, জেমিনী সী ফুড, হাইডেলবার্গ সিমেন্ট, বিডি ওয়েল্ডিং, অ্যাপেক্স ফুড, ইমাম বাটন, মুন্নু এগ্রো, হাওয়া ওয়েল টেক্সটাইল ও অগ্নী সিস্টেম।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৫২৭৫৩৬৯৩০৭০.০০।