October 25, 2024 - 5:20 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারবিএসইসি এবং বিসিসির মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর

বিএসইসি এবং বিসিসির মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর

spot_img

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর প্রজেক্ট এর অধীন Digital Transformation of the Bangladesh Capital Market Data Interoperability (Fintech Board) বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পুঁজিবাজারের ডিজিটাল ট্রান্সফরমেশনের পথযাত্রায় উক্ত সমঝোতা স্মারকটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে কাজ করবে।

রবিবার (১৪ মে) ১১ টায় বিএসইসির মাল্টিপারপাস হলে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং Enhancing Digital Government & Economy (EDGE) প্রজেক্ট এর প্রকল্প পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান।

এছাড়াও, বিএসইসি’র নির্বাহী পরিচালকবৃন্দসহ বিএসইসি এবং বিসিসি’র কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএসইসি’র পক্ষে বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম এবং বিসিসি’র পক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সচিব মোঃ সামসুল আরেফিন বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট অর্থনীতি গঠনের ক্ষেত্রে পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তিনি পুঁজিবাজারের ডিজিটালাজেশনের লক্ষ্যে সম্পাদিত আজকের চুক্তির প্রশংসা করে বলেন, পুঁজিবাজারের প্রথাগত সিস্টেমকে ডিজিটালে রুপান্তর সাশ্রয়ী ও স্বচ্ছ পুঁজিবাজার তৈরিতে এবং বিনিয়োগকারীদের আস্থা আনয়নে সহায়ক হবে এবং স্বয়ংক্রিয় নজরদারি চালু করা হবে বলে তিনি জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সরকার ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, ডিজিটালাইজেশনের ফলে বিএসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল সবাই একত্রে সহজে কাজ করতে পারবে। পুঁজিবাজারে জালিয়াতি রোধে এবং স্বচ্ছতার ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রয়োজন এবং স্বাক্ষরিত চুক্তি ও আধুনিকায়নের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন জরুরী বলে তিনি মন্তব্য করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করার জন্য নেয়া উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজারের আধুনিকায়নের লক্ষ্যে আমরা অনেকদিন ধরেই কাজ করছি। আজকের সমঝোতা স্মারকটি স্বাক্ষরের মাধ্যমে আমাদের প্রচেষ্টার সফলতায় আমরা অত্যন্ত আনন্দিত। পুঁজিবাজারের ডিজিটালাইজেশন ফলে পুঁজিবাজারে গতি আসবে, দ্রুততার সাথে কাজ করা যাবে এবং ঝুকি কমবে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...