নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বীমা খাতের নতুন কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ বৃহস্পতিবার (১১ মে) লেনদেন শুরু করেছে। শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ টাকা দরে লেনদেন শুরু করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার কোম্পানিটি ’এন’ ক্যাটাগরিতে পুঁজিবাজারে লেনদেন শুরু করে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড “TILIL”। আর কোম্পানি কোড ২৫৭৫৭।
কোম্পানিটির লেনদেনের শুরুতে ১ টাকা বা ১০ শতাংশ দর বেড়ে ১১ টাকায় লেনদেন চলছে।
কোম্পানিটি মাত্র ৮ বারে ২২৬টি শেয়ার হাতবদল করেছে।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেনের প্রথম ৩০ দিন কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।