পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১৯টি কোম্পানির ৮ কোটি ২৪ লক্ষ ৪৩ হাজার ২১৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৬৬ কোটি ৮৩ লক্ষ ৪৮ হাজার ৬১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১০.০৫ পয়েন্ট বেড়ে ৬২০৬.৮০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৪৫ পয়েন্ট বেড়ে ২২০৯.৪৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৬৪ পয়েন্ট বেড়ে ১৩৪৯.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেমীনি সী ফুড, ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসেস, বিএসসি, সী পার্ল বীচ, আমরা নেট, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও অলিম্পিক ইন্ডাঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জেমীনি সী ফুড, তসরীফা ইন্ডাঃ, মনোস্পুল পেপার, নাভানা সিএনজি, ইউনিক হোটেল, বিডি থাই, মিরাক্যাল ইন্ডাঃ, আইসিআইসিএল, সোনালী আঁশ ও মুন্নু আগ্রো।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রাইম লাইফ ইন্সুঃ, হাক্কানী পাল্প, জিকিউ বলপেন, ইমাম বাটন, বিডি ওয়েল্ডিং, বঙ্গজ লিঃ, শ্যামপুর সুগার, সমতা লেদার, সোনালি পেপার ও ন্যাশনাল ফীডস।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬২৩৬৬৩১২০৪৩১.০০।