নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেম নেই তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও আইডিতে দেয়া ঠিকানায় পাঠানো হয়েছে। নগদ লভ্যাংশ প্রাপ্তির বিষয়ে কোন প্রশ্ন থাকলে কনকর্ড কারিয়ার সার্ভিস, ইএইচএল উত্তর কমলাপুর (৬৪-৬৮) ঢাকা-১০০০ সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।