নিজস্ব প্রতিবেদক : ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য ও ঢাকা রিপোটার্স ইউনিটির অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমনের বাবা সাবেক সরকারি কর্মকর্তা আলী আজমের (৭২) মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে সিএমজেএফ।
আলী আজম কয়েক বছর ধরে নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার সকালে এক শোক বার্তায় সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক আবু আলী জানান, সুমনের বাবা আলী আজম গত রাত ১১ টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।