বছর ঘুরে সময়ের আবর্তে আবারো এসেছে ঈদ-উল-আজহা। এটি মুসলিম জাতির কাছে অন্যতম ধর্মীয় উৎসব। আদি পিতা ইব্রাহিম আ. এর ত্যাগের দৃষ্টান্তকে সমুজ্জ্বল রাখার উদ্দেশ্যে পালিত হয় কোরবানী। এই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর থেকে কর্মজীবী মানুষ নাড়ির টানে ঘরে ফিরে স্বজন, প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজপথে যানবাহনের বাড়তি চাপ সৃষ্টি সহ রাস্তার বেহাল অবস্থার কারণে যাত্রীদের পড়তে হয় নানা রকম ঝক্কি ঝামেলায়। প্রতি বছর রাস্তাঘাটের যানজট নিয়ে সরকারের পক্ষ থেকে নানা প্রকার আশ্বাস দিলেও জনভোগান্তির খুব একটা উন্নতি হয়নি। তারপরও প্রত্যাশা করি, এবারের ঈদযাত্রা হোক নির্বিঘ্ন এবং ঈদ হোক সবার জন্য আনন্দময়।
বাড়ি ফেরা মানুষের বাসা বাড়ি এ সময় হয়ে থাকে অনেকটাই অরক্ষিত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে রাজধানীতে দুই সপ্তাহের বিশেষ নিরাপত্তা দেয়ার ঘোষণা দিয়েছে। তারপরও হয়তো শঙ্কায় থাকতে হবে অনেককে। আমরা প্রত্যাশা করবো, ঘোষণা অনুযায়ি যথাযথভাবে নিরাপত্তা নিশ্চিত হোক, সুরক্ষিত থাক বাড়িফেরা মানুষের বাসস্থান।
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আজহা। যে ত্যাগ মানুষকে শিক্ষা দেয়া সহমর্মিতার, ভালোবাসার। আশা করবো, শুধুমাত্র পশু কোরবানির মাধ্যমে ত্যাগের প্রতি আন্তরিক না হয়ে ব্যক্তি জীবনে যেন সেই ত্যাগের প্রতিফলন ঘটাতে পারি সেটাই হোক সবার জীবনের সত্যিকারের প্রত্যাশা।
কর্পোরেট সংবাদের পক্ষ থেকে সকল বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ী এবং সুপ্রিয় পাঠকদের জানাই পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা। প্রত্যেকের জীবন ভরে উঠুক অনাবিল আনন্দে। ত্যাগের পবিত্র মহিমায় সবার জীবন হোক সুখি ও সমৃদ্ধ।