নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৬ লাখ ৩৮ হাজার ৫৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৭ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেডের। কোম্পানিটি ২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আনোয়ার গ্যালভানাইজিং ২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
বিডি ফিন্যান্স ১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আমান কটন ফাইবার্স, একমি ল্যাবরেটরিজ, এডিএন টেলিকম, আল-হাজ্ব টেক্সটাইল, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিএটিবিসি, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো ফার্মা, ঢাকা ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, ইস্টার্ণ হাউজিং, ফারইস্ট নিটিং, ফাইন ফুডস, জেমিনি সী ফুড, গ্লোবাল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, জিএসপি ফিন্যান্স, গ্রামীণফোণ, জিএসপি ফিন্যান্স, ইন্দো-বাংলা ফার্মা, আইপিডিসি ফিন্যান্স, ইসলামিক ফিন্যান্স, লাফার্জহোলসিম, লিন্ডেবিডি, লাভেলো আইসক্রিম, মালেক স্পিনিং, ম্যারিকো, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, রেনেটা, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, সী পার্ল বীচ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, সাউথইস্ট ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, সামিট পাওয়ার ও ওয়ালটন হাইটেক লিমিটেড।