নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মুন্সি শফিউল হক।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান হিসেবে মুন্সি শফিউল হককে নির্বাচন করেছে। এখন থেকে তিনি কোম্পানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর মুন্সি শফিউল হক ইউনিয়ন ক্যাপিটেল লিমিটেডের পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে তিনি চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
মুন্সি শফিউল হক একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সরকারি কর্মকর্তা। তিনি ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতোকোত্তর করেন। পরে তিনি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন।