মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজারের সেন্টমার্টিন। এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
কক্সবাজার জেলা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল দক্ষিণ-দক্ষিণপূর্ব মিয়ানমারে। কক্সবাজার সীমান্ত থেকে মিয়ানমারের ১৫ কিলোমিটারের মধ্যে।