পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০৮টি কোম্পানির ৪ কোটি ২৩ লক্ষ ৪৫ হাজার ৯৩০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৪০ কোটি ৩৩ লক্ষ ৯৫৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১.১৯ পয়েন্ট বেড়ে ৬২৪৬.২১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.১৭ পয়েন্ট বেড়ে ২২২৪.২০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.২৩ পয়েন্ট কমে ১৩৬৬.৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএসসি, শাইনপুকুর সিরামিকস, এপেক্স ফুটওয়্যার, জেনেক্স ইনফোসিস, সোনালি পেপার, মুন্নু সিরামিকস, জেমীনি সী ফুড, অলিম্পিক ইন্ডাঃ, সী পার্ল বীচ্ রিসোর্ট ও ওরিয়ন ইনফিউশন।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডিন জুবিলি মি.ফা., অ্যাম্বী ফার্মা, এডিএন টেলিকম, স্টাইলক্র্যাফট, রিলায়েন্স ইন্সুঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, বিএসসি, স্ট্যান্ডার্ড সিরামিকস, ইউানক হোটেল ও হাওয়া অয়েল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আল হাজ্ব টেক্সটাইল, বিডি ল্যাম্পস, বিডি থাই ফুড, মনোস্পুল পেপার, মেট্রো স্পিনিং, ই জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, এডভেন্ট ফার্মা, শাইনপুকুর সিরামিকস সিলভিয়া ফার্মা।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৩৮৪৮৬৯৯০৯৪০.০২।