নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ ১৬ ফেব্রুয়ারি বিকালে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিদেবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-রবি আজিয়াটা, রেকিট বেনকিজার ও কনফিডেন্স সিমেন্টে।
রবি আজিয়াটার পর্ষদ সভা ১৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
রেকিট বেনকিজারের পর্ষদ সভা ১৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
কনফিডেন্স সিমেন্টের পর্ষদ সভা ১৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।