October 6, 2024 - 10:42 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিদ্বিতীয়বারের মতো রংপুর সিটির মেয়র হলেন মোস্তফা

দ্বিতীয়বারের মতো রংপুর সিটির মেয়র হলেন মোস্তফা

spot_img

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশনে টানা দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন জাতীয় পার্টির (জাপা) মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বিপুল ভোটের ব্যবধানে নগরপিতা নির্বাচিত হয়েছেন। মোট ২২৯টি কেন্দ্রে লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট।

মোস্তফা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের আমিরুজ্জামান পিয়ালের চেয়ে ৯৬ হাজার ৯০৬ ভোট বেশি পেয়েছেন। পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।

তৃতীয় স্থানে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলন। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট আর আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া ২২ হাজার ৩০৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

নির্বাচিত ঘোষণার পর পরই জাপার নেতাকর্মী ও মোস্তফার সমর্থকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ উল্লাস করেন।

বিজয়ী হওয়ার পর রাতে মোস্তাফিজার রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, এই বিজয় কেবল তাঁর নয়, সব নগরবাসীর।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাত ১২টায় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ভোটের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ।

এসময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহতাব উদ্দিন প্রমুখ।

ফলাফল পাওয়ার পর রসিক মেয়র মোস্তফা বলেন, পার্টির অস্তিত্ব টিকিয়ে রাখতে এই জয়ের বিকল্প ছিল না।

উল্লেখ্য, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন এবং হিজড়া ভোটার একজন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ