নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশের পরিবর্তে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
এই হিসাবে ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির লভ্যাংশের পরিমাণ দাঁড়াবে ২০ শতাংশ নগদ।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানির ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশে অসম্মতি জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি কোম্পানিটিকে ১০ শতাংশ বোনাসের পরিবর্তে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার পরামর্শ দিয়েছে।
কোম্পানিটির রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানি।