পুঁজিবাজার ডেস্ক: আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩০টি কোম্পানির ৮ কোটি ৬৫ লক্ষ ৫৮ হাজার ৫১৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৮০ কোটি ৬৭ লক্ষ ৭৪ হাজার ৬১০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১০.১৩ পয়েন্ট বেড়ে ৬২৭৭.১৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৩৬ পয়েন্ট বেড়ে ২২২৩.৯৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৯৬ পয়েন্ট বেড়ে ১৩৬৯.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, বিএসসি, আমরা নেটওয়ার্ক, শাইনপুকুর সিরামিকস, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার, আইটিসি, অলিম্পিক ইন্ডাঃ ও সী পার্ল বীচ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, জেএমআই হাসপাতাল রিকুইস্টি ম্যানুঃ, শাইনপুকুর সিরামিকস, আইটিসি, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি, বিএসসি, এডিএন টেলিকম, মুন্নু সিরামিকস ও জেমীনি সী ফুড।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রগতি লাইফ ইন্সুঃ, সন্ধানী লাইফ ইন্সুঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, সোনালী লাইফ ইন্সুঃ, ন্যাশনাল হাউজিং, বাটা সু কোং, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, পাইওনিয়ার ইন্সুঃ, পপুলার লাইফ ইন্সুঃ ও ইন্ট্র্যাকো রিফুওেয়লিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৫৯৬২৬৪৮৭২২৯.০০।