October 7, 2024 - 3:18 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশআন্তর্জাতিক মনিপুরী মুসলিম সম্প্রদায়ের পাঙাল কনভেনশন অনুষ্ঠিত

আন্তর্জাতিক মনিপুরী মুসলিম সম্প্রদায়ের পাঙাল কনভেনশন অনুষ্ঠিত

spot_img

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মণিপুরি মুসলিম সম্প্রদায়ের ‘৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২’। ভারত- বাংলাদেশের মণিপুরি সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী মণিপুরি সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়।

আজ রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার আদমপুরের জি, কে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুসলিম মণিপুরি (পাঙাল) কমিউনিটির আয়োজনে ৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। মণিপুর রাজ্যের এমএলএ, ইসলামী চিন্তাবিদ, কবি ও সাহিত্যিকসহ ভারতের ৫১ জনপ্রতিনিধি অংশ নেন এ কনভেনশন অনুষ্ঠানে।

অনুষ্ঠানে বাংলাদেশ মুসলিম মণিপুরি (পাঙাল) কমিউনিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মৌলভীবাজারের (শ্রীমঙ্গল কমলগঞ্জ) ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ  ড. মো. আব্দুস শহীদ এমপি।

হকতিয়ার খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান স্বপন ও হুমায়ুন রেজা সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মেজবাহ কামাল, ভারতের মণিপুর রাজ্যের প্রাক্তন এমএলএ মো. ফয়জুর রহীম, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.আহমদ হোসেন, ভারতের মণিপুর রাজ্যের আমোকক সভাপতি এস.এম.জালাল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, অবসর প্রাপ্ত কর্নেল সালেহ আহমেদ,কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিস বেগম, কবি আব্দুস ছামাদ,শিক্ষক খুরশেদ আলী প্রমুখ। 

এছাড়া দেশ-বিদেশের উচ্চ পদস্থ  কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ কনভেনশনে। দিনভর আলোচনা সভায় দুই দেশের মণিপুরি মুসলিম সম্প্রদায়ের সুখ দুঃখের কথা ভাগাভাগি করা হয়। আলোচনা হয় আগামীতে নিজেদের মাঝে কিভাবে তথ্য সংস্কৃতি বিনিময় করা যায়। সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য ; এর আগে ২০১৯ সালের ১২ মার্চ বাংলাদেশে ‘অ্যাসেম্বলী অব মণিপুরি মুসলিম ২০১৯’ এবং একই বছরের ২২ ডিসেম্বর ভারতের মণিপুরে অনুষ্ঠিত হয় ‘ইন্টারন্যাশনাল মৈত্রী পাঙাল কনভেনশন ২০১৯’ অনুষ্ঠিত হয়েছিল। 

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ