এন জি চক্রবর্তী
(পূর্ব প্রকাশিতের পর) ৯ম অংশ প্রথম ভাগ।
তৃতীয় অধ্যায়।
ধরে ধরে প্রতিটি আইটেমকে ইনভেন্টরী হিসাবের অন্তর্ভুক্ত করতে হবে। বুদ্ধি খাটিয়ে সম্ভব হলে প্রতিটি ইনভেন্টরী আইটেমে তার দাম, ওজন, পরিমাপ, পরিমানসহ এমন সব চিহ্ন দিয়ে রাখবেন যাতে পরেও সেগুলো আলাদা আলাদা ভাবে চেনা যায়। দাম, ওজন, পরিমান এদের ব্যাপারে বলতে গেলে বলতে হয়, দাম লিখতে পারেন পুরোটা বা শ’তে বা হাজারে, ওজনের বেলা পাউন্ড বা আউন্সে। কোন জিনিস যেমন চামড়া বা চামড়া জাতীয় দ্রব্য – এর বেলা এককভাবে, কোনটা একসংঙ্গে, কোনটা আলাদা আলাদাভাবে যেমন গয়না, মুক্তা ইত্যাদি লিখে রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে কোন জিনিস যেন বাদ না পড়ে। উপরের দশটি উদাহরণ আপনাকে গাইড করবে বলে আশা করি। তারপর আর যা করতে হবে: