January 8, 2025 - 2:08 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিদ্বিধাদ্বন্দ্বে মৌলভীবাজার-২ আসনের দলছুট তিন সদস্য

দ্বিধাদ্বন্দ্বে মৌলভীবাজার-২ আসনের দলছুট তিন সদস্য

spot_img

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ না নিলেও ক্ষমতাসীন দল আওয়ামীলীগ সহ মহাজোটের প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপে মরিয়া হয়ে উঠেছেন।

সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কুলাউড়া (মৌলভীবাজার-২) আসনটিতে নৌকার মনোনয়ন পেতে একাধিক নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কিন্তু এ আসনের সাবেক ও বর্তমান তিন দলছুট সংসদ সদস্যর নির্বাচনের অংশগ্রহণ এবং কোন দলের প্রার্থী হবেন সেটি নিয়ে রাজনৈতিকমহল সহ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে।সবদলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নিবেন না এমনটা সাবেক সংসদ সদস্য অ্যাড: নওয়াব আলী আব্বাস খাঁন নিশ্চিত করেছেন। তিনি জাতীয় পার্টি (কাজী জাফর) এর প্রেসিডিয়াম সদস্য হিসেবে রয়েছেন।

বর্তমানে বিএনপি’র নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের হয়ে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের এক দফা দাবিতে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। এদিকে নির্বাচনে অংশ নিবেন কি-না এবং কোন দলের প্রার্থী হবেন কি-না সে বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও এম এম শাহীন। সুলতান মোহাম্মদ মনসুর আহমদ একাধিক গণমাধ্যমে জানিয়েছেন নৌকা না পেলে নির্বাচনে প্রার্থী হবেন না। এম এম শাহীন নির্বাচনে কোন দলের প্রার্থী হবেন সেটি এখনো তিনি পরিস্কার করেননি।

এদিকে কে হবেন নৌকার প্রার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর অব্দি সকল শ্রেণি পেশার মানুষের মাঝে চলছে জল্পনা কল্পনা। তথ্যমতে, জোট-মহাজোটের গ্যাঁড়াকলে আর এক এগারোর সংস্কারপন্থী ঝড়ে ডিগবাজীর রাজনীতিতে জড়িয়ে কুলাউড়া আসনটিতে গত দেড় দশক থেকে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও দুই যুগ থেকে সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। ২০০৮ সালে এ দু’জন দলের মনোনয়ন বঞ্চিত হয়ে এম এম শাহীন স্বতন্ত্র প্রার্থী হন। সুলতান মনসুর ওই সময়ে মনোনয়ন বঞ্চিত হয়ে প্রার্থী না হলেও জাতীয় পার্টির অ্যাড. নওয়াব আলী আব্বাস খাঁনকে প্রত্যক্ষ সমর্থন দিয়ে প্রচারণা চালান। ওই সময় তার নির্বাচনী প্রচারণায় এক ভোটে দুই এমপির কথা বলে ভোট প্রার্থনা করেন। হেভিওয়েট তকমা হারিয়ে দলীয় রাজনীতিতে অনেকটাই নিস্ক্রিয় ছিলেন তারা।

২০১৮ সালে দলে ঠাঁই না পেয়ে দু’জনই নিজ দলের বিপরীতে গিয়ে নির্বাচনে প্রার্থী হন। মনোনয়ন না পেয়ে নৌকায় উঠে পড়েন এম এম শাহীন ও দল থেকে দীর্ঘদিন নির্বাসিত জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে সুলতান মোহাম্মদ মনসুর নির্বাচনে নামেন বিএনপি’র ধানের শীষ নিয়ে।

নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের তারিখ। সেই হিসেব কষে আর মাত্র সপ্তাহখানেক বাকি। এ আসনে কে হচ্ছেন আওয়ামীলীগের মাঝি নাকি এ আসনে মহাজোটের হয়ে অন্য কোন দলের প্রার্থী।

একাধিক সূত্রের তথ্যমতে, নৌকার দলীয় প্রার্থী হতে মনোনয়ন কিনেছেন ৮ জন আওয়ামী লীগ নেতা। এদিকে এবার সুলতান মোহাম্মদ মনসুর ও এম এম শাহীন দু’জনই উঠে বসতে চান নৌকায়। যদিও তারা বিষয়টি স্পষ্ট করেননি। গত নির্বাচনে একজন আরেকজনের শুধু প্রতিদ্বন্দ্বী ছিলেন না। একজনের দলের প্রতীকে অন্যজন প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুলতান মনসুরের স্লোগান ছিল “জয় বাংলা, জয় ধানের শীষ” আর এম এম শাহীন স্লোগান দেন “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”। ২০০৮ সাল হতে দল থেকে নির্বাসিত হয়ে সুলতান মনসুর সরকারের সমালোচনায় ব্যস্ত ছিলেন।

২০১৮ সালের নির্বাচনী সভায় সুলতান মনসুর বিভিন্ন সভায় আওয়ামীলীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এ সরকার মুক্তিযুদ্ধের চেতনার নয়, যাতনার সরকার। শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সালের ২৭ মার্চ জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

তিনি ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছিলেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাবোধ থাকে তাহলে মাত্র ২ কোটি টাকার জন্য খালেদা জিয়াকে যে নির্জন কারাগারে রেখেছেন। তা থেকে পরিত্রাণ দিন। কারণ এটা অমানবিক মানবতাবিরোধী। কিন্তু আপনি সেটা শুনছেন না। শুনবেন, যখন আপনি পেছন ফিরে তাকিয়ে দেখবেন আর কোন লোক আপনার সাথে নেই। এটা একটা সরকারি লীগ, এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। এটা লুটপাটের লীগ।’নির্বাচনে জয়ী হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের বাহিরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। এরপর সংসদ অধিবেশনে ও এলাকায় বিএনপি ও জিয়াউর রহমানকে নিয়ে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে একাধিকবার তীর্যক বক্তব্য দেন।

তিনি সংসদে বিএনপি’র সমালোচনা করে বলেন, খুনি জিয়ার বিএনপি শুধু ষড়যন্ত্র করেই ক্ষমতায় আসতে পারে। আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে না। এছাড়া প্রধানমন্ত্রী ও সরকারের ভুয়সি প্রশংসায় পঞ্চমুখ থেকে বক্তব্য দেন সুলতান মনসুর। দলের মনোনয়ন ও প্রধানমন্ত্রীর আস্থাভাজন হতে সর্বশেষ কেন্দ্রীয় ছাত্রলীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন তিনি। নির্বাচনে অংশ নিবেন কিনা জানতে চাইলে সুলতান মো. মনসুর আহমদ মুঠোফোনে বলেন, দলীয় সিদ্ধান্ত হলে তখনই জানতে পারবেন। এটাই শেষ কথা।

এদিকে কুলাউড়া বিএনপি’র সাবেক সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য এমএম শাহীন দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার সুলতান মনসুরকে পরাজিত করেন। ২০০৮ সালেও মনোনয়ন বঞ্চিত এমএম শাহীন ফের স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাজোটের নওয়াব আলী আব্বাস খানের কাছে পরাজিত হন। ২০১৮ সালের সংসদ নির্বাচনে ফের মনোনয়ন বঞ্চিত হয়ে মহাজোটের শরীক দল বিকল্প ধারায় যোগ দিয়ে নৌকার প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বক্তব্য দেন। ওই সময় আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় তিনি বিএনপির রাজনীতিতে জড়ানো নিজের ভুল ছিল বলে মন্তব্য করেন। গত বছর খানেক ধরে তিনি আবারো স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। বিভিন্ন সভা সমাবেশে তিনি নিজে ভিন্নধারার রাজনীতিতে প্রার্থী হওয়ার বিষয়ে নিজের পক্ষে সাফাই গান। একাধিক সমাবেশে তিনি তার দলীয় প্রতীক সুলতান মনসুর হাইজ্যাক করেছেন বলেও মন্তব্য করেন।

আসন্ন নির্বাচনে নির্বাচনে এম এম শাহীন প্রার্থী হবেন সেটা অনেকটাই নিশ্চিত। কিন্তু কোন দলের প্রার্থী হবেন সেটি এখনো নিশ্চিত নয়। তিনি মুঠোফোনে জানান, ‘কোন দলের প্রার্থী হওয়ার বিষয়ে পর্যবেক্ষণে আছি।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

এনসিসি ব্যাংকের ১১তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসির ১১তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) মঙ্গলবার (৭ জানুয়ারি) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের Articles of...

পুঁজিবাজারে আস্থা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। তিনি বলেন, এখন শুধু সংস্কার কার্যক্রম চলছে। আমরা...

বেনাপোল বন্দরে পণ্য রপ্তানিতে নতুন শর্ত: ১২ ধরনের আমদানি পণ্য পরীক্ষা

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : আমদানি-রপ্তানি বাণিজ্যে অধিকতর গতি সঞ্চার, সময় হ্রাসকরণ, বাণিজ্য সহজীকরণসহ করদাতা-বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সম্প্রতি বেনাপোল কাস্টমস হাউজ থেকে বিভিন্ন...

মেয়েকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে হত্যা মামলা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে সদরের সাদিয়া খাতুন (১৩) নামের এক বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে কুপিয়ে হত্যা করার অভিযোগে বাবা জমাদার মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা করেছে মা মারুফা...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির...

হরিরামপুরে বিশৃঙ্খলার অভিযোগে ২ ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের হরিরামপুরের সরকারি বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ।...

চকরিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ৭

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া বদরখালী ব্রীজের নিচে প্যারাবনে কিশোরীকে গনধর্ষণের ঘটনায় জড়িত ৩জনকে আটক করেছে করেছে চকরিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি)...

নোয়াখালীতে স্বর্ণের বারসহ গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশ একটি স্বর্ণের বারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।...