November 18, 2025 - 9:47 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশমেয়েকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে হত্যা মামলা

মেয়েকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে হত্যা মামলা

spot_img

শেরপুর প্রতিনিধি: শেরপুরে সদরের সাদিয়া খাতুন (১৩) নামের এক বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে কুপিয়ে হত্যা করার অভিযোগে বাবা জমাদার মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা করেছে মা মারুফা বেগম।

অভিযোগ রয়েছে শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের দশানিপাড়ার কোমর শেকের ছেলে জমাদার মিয়া তার সৎভাইদের ফাঁসানোর জন্যই নিজ প্রতিবন্ধী কন্যাকে দিনের বেলায় কুপিয়ে খুন করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের দশানীপাড়ার জমাদার মিয়া এলাকার চিহ্নিত জুয়ারী। পারিবারিক একখন্ড জমি নিয়ে তার সৎ ভাই আব্দুল আজিজ ও আব্দুল হালিমের সাথে তাদের বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিকবার ঝগড়া ও মারামারির ঘটনাও ঘটে। এরই জের ধরে সৎ ভাইদের ফাঁসানোর উদ্দেশ্যেই নিজ মেয়েকে হত্যার ঘটনা ঘটায়। ঘটনার দিন ৬ জানুয়ারি সকালের নাস্তা খেয়ে মেয়ে সাদিয়া খাতুনকে সাথে নিয়ে পার্শ্ববর্তী পয়স্তীরচর এলাকার সবজির মাঠে যায় জমাদার মিয়া। মেয়ের হাতেই দা নিয়ে যায়। যাওয়ার পথে কামারেরচর বাজারের হারুন মিয়ার হোটেলে সাদিয়াকে সিংগারা খাওয়ায় জমাদার মিয়া। এর কিছুক্ষন পরেই পয়েস্তিরচর সবজির ক্ষেত থেকে কিশোরীটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে জমাদার মিয়া পলাতক রয়েছে। তাকে হন্নে হয়ে খোঁজছে পুলিশ। এঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে কামারেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান দুলাল মাষ্টার বলেন, এটা একটা জঘন্য অপরাধ। নিজের ভাইদের ফাঁসানোর জন্যই এমন কাজ করেছে জমাদার। সে জুয়া খেলে সব শেষ করে এখন ভাইদের সম্পদ নিয়ে বিরোধ করে আসছে। ভাইদের ফাঁসানোর জন্য একটা প্রতিবন্ধী নিরীহ মেয়েকে খুন করে।

কামারেরচর বাজারের হোটেল মালিক হারুন অর রশীদ বলেন, আমার হোটেলে মেয়েটিকে সিংগারা খাওয়ায় জমাদার মিয়া। এসময় মেয়েটির হাতে একটা দা ছিলো। এরপর তারা মাঠের দিকে চলে আসে। এর কিছুক্ষণ পরেই মেয়েটার লাশ দেখতে পাওয়া যায়।

কৃষি শ্রমিক রফিকুল ইসলাম বলেন, আমি দেখেছি প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে এই বন্ধে (মাঠে) আসে জমাদার মিয়া। এসময় মেয়েডার হাতে দাও দেখছি। এরপরই মেয়েডার কুপাইয়া মাইরা ফালায়।

উপায়ন্তর না দেখে এ ঘটনায় সাদিয়ার মা মারুফা বেগম বাদী হয়ে জমাদার মিয়াকে প্রধান আসামি ও আরো ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) তারেক বিন হাসান বলেন, এ ঘটনায় জমাদার মিয়াসহ আরো ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। মূল আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....