কর্পোরেট সংবাদ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।
এ সময় খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন ডা. শফিকুর রহমান। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং এই কঠিন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের ধৈর্যধারণের জন্য দোয়া করেন।
তিনি বলেন, আমরা আশা রাখি ও দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এ সময় জামায়াত আমির বেগম জিয়ার আরোগ্য কামনা করেন এবং তার রোগমুক্তির জন্য মহান রবের নিকট দোয়া করেন।
সঙ্গতকারণেই হাসপাতালে ভীড় করে শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আবেদন জানান।
আরও পড়ুন:
খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি


