January 10, 2026 - 1:05 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদএসএমই উদ্যোক্তা সৃষ্টিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

এসএমই উদ্যোক্তা সৃষ্টিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

spot_img

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) টেকসই ভিত্তিতে এগিয়ে নিতে মাসব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে। অর্থ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ব্যাংকের এসএমই স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) এর সার্বিক সহযোগিতায় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে এসআইসিআইপি প্রকল্প কর্মসূচীটি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২৪ নভেম্বর) এসএমইএসপিডি পরিচালক নওশাদ মোস্তফা প্রধান অতিথি হিসেবে ঢাকা অঞ্চলের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান।

প্রধান অতিথির বক্তব্যে নওশাদ মোস্তফা বলেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রদ্ধির জন্য দক্ষ, উদ্ভাবনী ও নৈতিক উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। তিনি অংশগ্রহণকারীদের বহুমুখী ব্যবসা শনাক্তকরণ, নতুন ব্যবসায়িক ধারণা সৃষ্টি, নৈতিক ব্যবসা প্রচেষ্টা, সুশাসন এবং আধুনিক উদ্যোক্তা দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি আরও উল্লেখ করেন, উদ্যোক্তা উন্নয়ন শুধু ব্যক্তিগত নয় বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে।

সভাপতির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান বলেন, “ব্যবসায়িক সফলতা আসে পরিকল্পনা, উদ্ভাবন, আর্থিক শৃঙ্খলা এবং সততার সমন্বয়ে। তিনি অংশগ্রহণকারী উদ্যোক্তাদের এসআইসিআইপি-এর মাসব্যাপী এই প্রশিক্ষণ মনোযোগ দিয়ে গ্রহণ এবং অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি, এসব উদ্যোক্তার পাশে থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।”

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে উদ্যোক্তা উন্নয়নে দক্ষতা, ব্যবসা পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, ডিজিটাল সক্ষমতা এবং শরীয়াহ্সম্মত অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দীর্ঘদিন ধরে সিএমএসএমই খাতে প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও অর্থায়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ আয়ুব আলী, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও এআইবিটিআই-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দীকী, সেন্টার ইনচাজ ও কোর্স কো-অর্ডিনেটর সাইফ মোহাম্মদ জুলকার নাইন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

এই কর্মসূচীতে ঢাকা অঞ্চলের ২৫ জন নতুন ও আগ্রহী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, ব্যবসার আইনি কাঠামো, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল মার্কেটিং, বাজারে টিকে থাকার কৌশল, স্টার্টআপ উন্নয়ন এবং বাস্তবমুখী উদ্যোক্তা দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ভালুকায় দিপু দাস হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া ইয়াছিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও লাশ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেওয়া ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার...

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি...

নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। সমন্বয় সেলে যোগাযোগের টেলিফোন...

জমি ক্রয় করবে সিটি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে,...

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। র‌্যাব জানায়, গত ২৮...

নোয়াখালীতে ১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের লাশ (হাড়গোড়) সতের মাস পর কবর থেকে তোলা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার...

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি...

সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

অর্থ-বাণিজ্য ডেস্ক: সারাদেশে আজ বৃহস্পতিবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। দাবি আদায় না...