বিনোদন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি মারা গেছেন। সোমবার (২০ অক্টোবর) ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে পাঁচ দিন হাসপাতালে চিকৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়। তার মুত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড দুনিয়ায়।
১৯৪০ সালের ১ জানুয়ারি রাজস্থানের জয়পুরে এক মধ্যবিত্ত সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন আসরানি। তার বাবা ছিলেন কার্পেট ব্যবসায়ী। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল আসরানির। পড়াশোনার পাশাপাশি জীবিকার প্রয়োজনে অল ইন্ডিয়া রেডিওতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতেন তিনি। পরে ১৯৬৪ সালে ভর্তি হন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই), পুনেতে।
১৯৬৭ সালের ‘হারে কাঁচ কি চুড়িয়াঁ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আসরানির। এরপর তিনি বেশ কিছু গুজরাটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন।
আসরানির অভিনয় জীবনের অন্যতম স্মরণীয় চরিত্র ‘শোলে’ ছবির জেলারের। এছাড়াও তিনি হৃষিকেশ মুখার্জি, গুলজার ও বি.আর. চোপড়ার মতো খ্যাতিমান পরিচালকদের চলচ্চিত্রে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। বলিউডে কৌতুক ও চরিত্রাভিনয়ের অনন্য প্রতীক হিসেবে আসরানির নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। খবর এনডিটিভির।
আসরানি গুজরাটি এবং রাজস্থানি ছবিসহ বিভিন্ন ভাষা ও ঘরানায় কাজ করে তার বহুমুখিতা প্রমাণ করেছেন। এমনকি তিনি কিছু হিন্দি ও গুজরাটি সিনেমা পরিচালনার ঝুঁকিও নিয়েছিলেন। তিনি মেহমুদ, রাজেশ খান্না এবং পরবর্তীকালে গোবিন্দার মতো অভিনেতাদের সঙ্গে স্মরণীয় কৌতুক জুটি গড়ে তোলেন, যা বলিউডে কৌতুকের বিভিন্ন প্রজন্মকে সংযুক্ত করেছিল।
কৌতুকের বাইরেও, আসরানি মাঝে মাঝে ‘আজ কি তাজা খবর’ এবং ‘চলা মুরারি হিরো বন্নে’-র মতো ছবিগুলোতে তার নাটকের ক্ষমতা দেখিয়েছেন, যেখানে তিনি পরিচালনার দায়িত্বও নিয়েছিলেন।


