নিজস্ব প্রতিবেদক : ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে বিজয়ী আবু সাদিক কায়েম।
বুধবার (১০ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন সাদিক কায়েম।
সাদিক কায়েম বলেন, আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশে আজাদি আন্দোলনের সব শহীদদের, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো সব শহীদদের, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন করা সব শহীদদের। ক্যাম্পাসে আবরার ফাহাদসহ ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে নিহত সব শহীদদের। মহান আল্লাহ সব শহীদদের জান্নাতুল ফেরদাউস দান করুন।
তিনি বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই। আমরা যারা এক সঙ্গে নির্বাচন করেছি, তারা প্রত্যেকে এক একজন উপদেষ্টা, আমরা আশা করব তারা যে কোনো বিষয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন।
সাদিক কয়েম বলেন, নির্বাচনে ভোট দিয়ে শিক্ষার্থীরা যে আমানত রেখেছেন, আমরা যথাযথ পালন করব। আমারা কথা দিচ্ছি, ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বির্নিমাণ না করা পর্যন্ত থামব না।
তিনি আরও বলেন, আমি ভিপি হিসেবে নই, একে অপরে ভাই-বোন হিসেবে পরিচয় দিতে চাই। আমরা ক্যাম্পাসকে একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চাই। নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই।
সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কাছে আমানত রেখেছে, সেটি রক্ষা করা হবে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও কণ্ঠস্বরই হবে আমাদের আন্দোলন ও নেতৃত্বের মূল শক্তি। সবার সঙ্গে ভাইয়ের সম্পর্ক নিয়ে ডাকসুর কাজ পরিচালনা করা হবে। যেকোনো সমস্যা নিয়ে কাজ করবো আমরা। সবাইকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।
তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয় এই ডাকসু নির্বাচন। ভিন্ন দল, মত ও আদর্শের যেই থাকুক সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করা হবে। আবাসন, গবেষণাসহ সকল বিষয় নিয়ে কাজ করা হবে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।
সাদিক আরও বলেন, সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন, পরামর্শ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যেসব প্রত্যাশা ব্যক্ত করেছেন সেগুলোই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের ভয়েসই হবে আমাদের ভয়েস। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, যতদিন পর্যন্ত এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করতে না পারব, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আরও পড়ুন:
আমরা কোথাও মিছিল করব না, সিজদায় শুকরিয়া আদায় করব: শিবির সভাপতি
ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা, শীর্ষ ৩ পদে জয়ী শিবির সমর্থিত প্রার্থী


