নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী পর্যটন ও বিমান খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে। এ খাতে প্রতিনিয়ত জনবলের চাহিদা বাড়ছে। বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কর্মক্ষম হলেও প্রয়োজনীয় দক্ষতার অভাবে এ খাতের বৈশ্বিক বাজার ধরতে পারছে না।
এই চাহিদা পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের জন্য পর্যটন ও বিমান খাতের ওপর প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
রবিবার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে ইউনিক প্রফেশনাল ডেভেলপমেন্ট একাডেমি ফর ট্রেইনিং অ্যান্ড এডুকেশন (আপডেট কলেজ)-এ বিমানের কেবিন ক্রু হিসেবে ক্যারিয়ার গড়ার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন আপডেট কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ল্যাব (আইএসএল)-এর উপপরিচালক সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন ভূইয়া, ইউনিক গ্রুপের গ্রুপ সিইও সৈয়দ সানোয়ারুল হক, আইএসএল-এর পরিচালক ও ডিন (স্নাতকোত্তর) অধ্যাপক ড. মো. আবুদ দারদা এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট (ইউএইচআর)-এর সিইও মো. সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস সংস্কার করে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করেছে। একই সাথে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদানে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই করা হয়েছে। সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে আয় বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব খরচে অধিভুক্ত কলেজের ৫০ হাজার ছাত্রীকে ফ্রিল্যান্সার হওয়ার প্রশিক্ষণ দেবে। এরপর ছাত্ররাও একই সুযোগ পাবে।
অধ্যাপক আমানুল্লাহ পর্যটন ও বিমান খাতসহ বিভিন্ন প্রফেশনাল বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সারাদেশের তরুণ-তরুণীদের এসব প্রফেশনাল কোর্সের আওতায় আনতে বিভাগীয় পর্যায়ে শাখা খোলার পরামর্শ দিচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।



