December 5, 2025 - 2:40 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে

ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে

spot_img

কর্পোরেট ডেস্ক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে এনেছে তাদের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট ওয়ালপ্যাড ১১জি (Walpad 11G), যা দিচ্ছে শক্তিশালী পারফরম্যান্স, বড় ডিসপ্লে, উন্নত মাল্টিমিডিয়া ফিচার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সেরা সমন্বয়। কাজ, বিনোদন, অনলাইন ক্লাস কিংবা গেমিং—যেকোনো প্রয়োজনে এই ট্যাবলেট হতে পারে আদর্শ সঙ্গী।

ওয়ালপ্যাড ১১জি ট্যাবলেটটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। সাথে রয়েছে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ, যা গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিক্স পারফরম্যান্সকে করবে আরো সাবলীল ও সমৃদ্ধ। ডিভাইসটিতে থাকছে ১০.৯৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (১৯২০x১২০০ পিক্সেল রেজোলিউশন) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।

মেমোরি কনফিগারেশনে গ্রাহকরা পাচ্ছেন ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইউএফএস স্টোরেজ—যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব। ফলে বড় সাইজের অ্যাপ, গেম এবং ফাইল সংরক্ষণ হবে অনায়াসে।

ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য ওয়ালপ্যাড ১১জি-তে থাকছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ফ্ল্যাশলাইট। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সফটওয়্যার-ইন্টিগ্রেটেড ফেস আনলক ফিচার।

শক্তিশালী সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য ওয়ালপ্যাড ১১জিতে রয়েছে ডিটিএস সাপোর্টসহ ৪টি ফুল-বক্স স্পিকার, যা সিনেমা, মিউজিক বা গেমিং—সবক্ষেত্রেই ইমারসিভ অডিও দেবে। এছাড়াও, এতে থাকছে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই (২.৪ জিএইচজে + ৫ জিএইচজে), ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ-সি, ওটিজি এবং ফোরজি সাপোর্ট। হাইব্রিড সিম স্লটের মাধ্যমে গ্রাহকরা চাইলে ডুয়াল সিম বা সিম + মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে ৭০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি, যা পিডি ৩.০ ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে দ্রুত চার্জ হয়ে দীর্ঘসময় কাজ করার সুবিধা পাওয়া যাবে। ট্যাবলেটটিতে জিপিএস, বিডিএস, গ্লোনাস, গ্যালিলিওসহ একাধিক স্যাটেলাইট ন্যাভিগেশন সাপোর্ট, এবং অ্যাক্সেলেরোমিটার, লাইট সেন্সর, জাইরোস্কোপ, গ্রাভিটি, কম্পাস, হল ও ম্যাগনেটিক সেন্সরের মতো প্রয়োজনীয় সেন্সরও রয়েছে।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “প্রযুক্তিনির্ভর জীবনে বর্তমানে ট্যাবলেট অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস । কাজ, বিনোদন, অনলাইন ক্লাস কিংবা গেমিং-সবক্ষেত্রেই ট্যাব আমাদের জীবনকে আরো সহজ ও আধুনিক সুবিধা প্রদান করে। গ্রাহকচাহিদার প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা নতুন দুটি ভ্যারিয়েন্টে প্রিমিয়াম এই অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে ছেড়েছি। আশা করছি ওয়ালটনের নতুন এই ট্যাব প্রযুক্তিপ্রেমিদের কাছে দারুণ সাড়া ফেলবে।”

বর্তমানে ওয়ালপ্যাড ১১জি-এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৭৫০ টাকা এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৭৫০ টাকা। প্রতিটি ট্যাবলেটের সাথে থাকছে গ্লাস প্রটেক্টর, ফ্লিপ কভার, ২০ ওয়াট চার্জার, ১.৫ মিটার ইউএসবি ক্যাবল, সিম ইজেক্টর, ইউজার ম্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড।

ট্যাবটি এখন পাওয়া যাচ্ছে সকল ওয়ালটন প্লাজাতে। এছাড়া ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://waltonplaza.com.bd/product/walton-1095-android-tablet-walpad-11g?uid=P-QB7B1M) ভিজিট করে অনলাইনে সরাসরি অর্ডার করার সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা। আধুনিক ফিচারে পরিপূর্ণ, ডিজাইনে প্রিমিয়াম ট্যাবটিতে থাকছে ১ বছরের ওয়ারেন্টি ও বিশ্বস্ত আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...