December 7, 2025 - 8:06 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশকর্ণফুলীতে দুই গরু চুরি, চামড়া রেখে মাংস নিয়ে গেছে চোরচক্র

কর্ণফুলীতে দুই গরু চুরি, চামড়া রেখে মাংস নিয়ে গেছে চোরচক্র

spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে গরু চুরির একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, যেখানে চোরেরা দুটি গরু চুরি করে নিকটবর্তী স্থানে জবাই করে মাংস নিয়ে পালিয়ে গেছে, তবে ফেলে গেছে কেবল চামড়া। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত রোববার রাতে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং মোড়ের দক্ষিণ পাশে অবস্থিত শাহ আমিন অ্যান্ড কোম্পানির মালিকানাধীন ‘আরিশ এগ্রো ফার্মে’ এ চুরির ঘটনা ঘটে, যা ২৯ জানুয়ারি (বুধবার) প্রকাশ্যে আসে। এ বিষয়ে কর্ণফুলী থানায় একটি মামলা (মামলা নং-৩৪) দায়ের করা হয়েছে।

কীভাবে ঘটল চুরির ঘটনা?

মামলার এজাহার ও খামারের কর্মচারীদের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার গভীর রাতে খামারের কর্মচারীরা যথারীতি গরুগুলো দেখে ঘুমাতে যান। রাতের কোনো এক সময় চোরের দল খামারে প্রবেশ করে একটি ক্রসব্রিড জাতের বড় গরু ও একটি দেশি জাতের গরু চুরি করে নিয়ে যায়।

পরদিন সোমবার সকালে কর্মচারীরা খামারে গিয়ে দেখতে পান, দুটি গরু নিখোঁজ। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করার পর খামার থেকে প্রায় ৫০০ মিটার দূরে দুটি গরুর চামড়া পড়ে থাকতে দেখা যায়। চামড়া দেখে তারা নিশ্চিত হন যে এগুলো তাদের খামারের গরুরই ছিল।

চুরির পদ্ধতি ও স্থানীয়দের ধারণা

স্থানীয়দের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে চোরেরা গভীর রাতে খামার থেকে গরু দুটি নিয়ে গিয়ে নির্জন স্থানে জবাই করে এবং দ্রুত মাংস সরিয়ে ফেলে। চোরদের চিহ্নিত করা না গেলেও এলাকাবাসীর ধারণা, এটি সংঘবদ্ধ চক্রের কাজ, যারা বাজারে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই চুরি চালিয়েছে।

খামার মালিকের বক্তব্য

মামলার বাদী ও খামারের মালিক জয়নাল আবেদীন বলেন, আমার খামারের দুটি গরুর বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। চোরের দল আমার বিশাল ক্ষতি করেছে। আমি থানায় মামলা করেছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

পুলিশের প্রতিক্রিয়া

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা নেওয়া হয়েছে এবং একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আমরা দ্রুত চোরদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।”

গরু চুরির এই অভিনব কৌশল নতুন উদ্বেগ

সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়ে চললেও এই ঘটনায় চোরদের কৌশল বেশ ব্যতিক্রমী, কারণ তারা সম্পূর্ণ গরু সরিয়ে না নিয়ে শুধু মাংস নিয়ে গেছে, যা একটি সুসংগঠিত চক্রের কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে এ ধরনের চুরি ঠেকাতে স্থানীয়দের আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

কর্পোরেট সংবাদ ডেস্ক : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সূচি ও আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বছরের...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ ডিসেম্বর) মূল্য সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের...

সিরাজগঞ্জ কাশিয়াহাটা মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের একটি মাঠ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭...

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

অর্থ-বাণিজ্য ডেস্ক: নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। এর আগের মাস অক্টোবরে এই হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। আর গত বছরের...

এনসিপিসহ ৩ দলের নতুন জোটের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত...

জিপিএইচ ইস্পাতের পর্ষদ সভা ১০ ডিসেম্বর

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড পর্ষদ সভা আগামী ১০ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট...

নোয়াখালীতে ঘরের দরজা ভেঙ্গে তরুণীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০...