March 14, 2025 - 7:58 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়ভোমরা সীমান্তে জমি নিয়ে বিরোধ, যৌথ মাপ-জরিপ স্থগিত

ভোমরা সীমান্তে জমি নিয়ে বিরোধ, যৌথ মাপ-জরিপ স্থগিত

spot_img

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্তে জমি নিয়ে বাংলাদেশি কৃষকদের ধান চাষে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্য ও ভারতীয় নাগরিকদের বাধা দেওয়ার ঘটনায় পূর্বনির্ধারিত যৌথ মাপ-জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গত ১২ জানুয়ারি বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুই দেশের সার্ভে বিভাগের মাধ্যমে ২০ জানুয়ারি জমির মাপ-জরিপ করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এটি স্থগিত করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বলেন, মাপ-জরিপ কার্যক্রম আপতত এখন হচ্ছে না। বিজিবির পক্ষ থেকে সোমবার (২০ জানুয়ারি) মাপ-জরিপের তারিখ উল্লেখ করে জরিপ অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছিলো। কিন্ত জরিপ অধিদপ্তর থেকে এখনও কিছু জানানো হয়নি সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নে।

এদিকে ভোমরা সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকেও বিজিবি সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। এ ছাড়া বেড়িবাঁধ এলাকায় স্থানীয়দের চলাচল স্বাভাবিক রাখা হয়ছে এবং বহিরাগতদের চলাচল বন্ধ রাখা হয়েছে।

ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকার বাসিন্দা নাজমুল হোসেন বলেন, তিনি পানি উন্নয়ন বোর্ড থেকে ১০ শতক জমি ইজারা নিয়ে ধান চাষ করতে গেলে গত ১২ জানুয়ারি বিএসএফ ও ভারতীয় নাগরিকরা বাধা দেন। তারা দাবি করেন, ওই জমি ভারতের অংশ। বাধার মুখে তিনি ধান রোপণ বন্ধ রাখতে বাধ্য হন।

একই গ্রামের শাহীন গাজী বলেন, তার বাবা নজরুল ইসলাম গাজী ৫০ বছর ধরে পানি উন্নয়ন বোর্ড থেকে ইজারা নেওয়া জমিতে চাষাবাদ করছেন। তবে কয়েক দিন আগে শ্রমিক নিয়ে জমি চাষ করতে গেলে বিএসএফের সদস্যরা তাদেরও বাধা দেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের নেতৃত্বে গত ১২ জানুয়ারি পতাকা বৈঠকে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাপ-জরিপের পরিকল্পনা করা হলেও এটি আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, যৌথ মাপ-জরিপের মাধ্যমে সমস্যার একটি স্থায়ী সমাধান পাওয়া যাবে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার মিজানুর রহমান জানান, ভোমরা সীমান্তে বিজিবির তত্ত্বাবধানে মাপ-জরিপ কার্যক্রম নিয়ে আপাতত স্থগিতাদেশ রয়েছে। ২০ জানুয়ারি সোমবার মাপ-জরিপ কার্যক্রমের সময় নির্ধারণ করে জরিপ অধিদপ্তরে চিঠি পাঠানো হলেও এখনও চিঠির কোনো উত্তর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে এবং কোন ধরনের অপ্রীতিকার ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে। একইসাথে বেড়িবাঁধ এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু শনিবার

স্পোর্টস ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শনিবার (১৫ মার্চ) থেকে শুরু হচ্ছে ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫।’...

এভাবেই প্রফেশনের উন্নতি হউক, আইসিএসবি হয়ে উঠুক সবার জন্য গর্বের

মো: মিজানুর রহমান. এফসিএস।। এক সপ্তাহে আইসিএসবি থেকে ২টি ইমেল তাও আবার একই বিষয়ের উপর। প্রথমে কিছুটা অবাক হই কিভাবে হচ্ছে? দায়িত্বশীলদের ফোন দিলে...

মাগুরার শিশু ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু: আইন উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : মাগুরায় ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ আগামী ৭ দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন...

চালককে খুন করে মিশুক ছিনতাই, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় টুটুল আহমেদ (২৭) নামের এক মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ)...

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও দুই মাস

কর্পোরেট সংবাদ ডেস্ক : সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বা ৬০ দিন বাড়িয়েছে সরকার। আগামী ১৫ মার্চ থেকে কার্যকর...

ইউনিয়ন ব্যাংক গ্রাহকদের অবিচল আস্থায় সফলতার সাথে এগিয়ে যাচ্ছে

কর্পোরেট ডেস্ক: দেশের চতুর্থ প্রজম্মের ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসি. আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও বিশাল নেটওয়ার্ক এর মাধ্যমে গ্রাহক সেবা ও আমানতকারীদের অর্থের...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৩তম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নির্বাহী কমিটির ৮৯৩তম সভা বুধবার (১২ মার্চ) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন...

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।...