সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষক সংকট থাকায় আয়া ও নৈশ প্রহরী দিয়ে চলছে মাদ্রাসার পাঠদান। উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসায় চলছে এমন পাঠদান কার্যক্রম।
সোমবার (২০ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠান সূত্রে জানা যায় ইবতেদায়ী শাখায় মোট শিক্ষার্থী রয়েছে ১শ জন। তবে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ক্লাসে গিয়ে দেখা যায় উপস্থিতি শিক্ষার্থী সংখ্যা ১০ জন পাওয়া যায়। প্রথম শ্রেণিতে কোন শিক্ষার্থী উপস্থিত একজনও নেই, তবে সেই শ্রেণিতে প্রতিষ্ঠানে কর্মরত নিরাপত্তা প্রহরী নাঈম হোসেন ক্লাস নেয় নিয়মিত। দ্বিতীয় শ্রেণিতে ২ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান করেছে সেই প্রতিষ্ঠানের ক্বারী শিক্ষক আব্দুল ওহাব।
৩য় শ্রেণিতে ৩ জন শিক্ষার্থী নিয়ে গণিত ক্লাস নিচ্ছেন প্রতিষ্ঠানে আয়া পদে কর্মরত মোছাঃ রত্না খাতুন। শিক্ষার্থীরা তাকে রত্না খালা বলেই ডাকে। তবে শিক্ষক না থাকায় নিয়মিত তিনি তৃতীয় শ্রেণির বাংলা এবং গণিত ক্লাস নিয়ে থাকেন বলে জানান শিক্ষার্থীরা। ৪র্থ শ্রেণিতে শিক্ষার্থী উপস্থিত রয়েছে ২ জন এবং ৫ম শ্রেণির শিক্ষার্থী ৩ জন উপস্থিত পাওয়া যায়। বড়কোয়ালিবের দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণি পর্যন্ত খাতা-কলমে শিক্ষার্থী ২৭৬ জন থাকলেও প্রতিষ্ঠানে গিয়ে ৪৩ জন শিক্ষার্থী উপস্থিত পাওয়া যায়।এবং ইবতেদায়ি শাখায় শিক্ষার্থী রয়েছে ১০০ জন, উপস্থিত শিক্ষার্থী পাওয়া যায় ১০ জন। প্রতিষ্ঠানটিতে কর্মরত আয়া পদে কর্মরত রত্না খাতুন এবং নিরাপত্তা প্রহরী নাঈম হোসেন জানান তাদের দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে নিয়মিত,আয়ার কাজ ও নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছেন তারা।
২০২৪ সালে দাখিল পরীক্ষায় বড়কোয়ালিবের মাদ্রাসায় ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও কেউ পাশ করতে পারেননি বলে জানান মাদ্রাসার সহকারী সুপার ইব্রাহিম খলিল।
তিনি আরো জানান, প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষক ১৪ জন পদ থাকলেও শিক্ষক রয়েছে ৮ জন। শিক্ষক সংকট থাকায় ক্লাস নিচ্ছেন আয়া এবং নিরাপত্তা প্রহরী।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম শামসুল হক জানান নিরাপত্তা প্রহরী ও আয়া দিয়ে ক্লাস করার নিয়ম নেই, কেউ এই কাজ করলে সে অন্যায় করেছেন। তাকে শোকজ করা হবে।’