নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের হরিরামপুরে ডেবনেয়ার গ্রুপের উদ্যোগে অসহায় দুঃস্থ ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার ধূলশুড়া ইউনিয়নের আবিধারা গ্রামে এ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের দশ হাজার মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র নিতে আসা ধূলশুড়া ইউনিয়নের আইলকুিন্ড গ্রামের মরজান বেগম জানান, এই খান পরিবারকে প্রতিবছরই শীতে আমাদের কম্বল দিয়ে থাকে। শুধু কম্বলই না, তারা রোজার সময় কাপড়, ঈদের বাজার, কোরবানীর সময় কোরবানীর গোস্ত দেয়। অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য টাকা পয়সাও দিয়ে থাকে। অনেকের ঘরবাড়িও তারা করে দিয়েছেন।
একই ইউনিয়নের মোহনপুর গ্রামের কুলসুম বেগম জানান, প্রতিবছরই আমরা আইয়ুব খানের কাছ থেকে শীতের কম্বল, টাকা ও কাপড় পাই। উনার সহযোগিতায় দুই বছর আগে আমি চিকিৎসাও নিয়েছি।
কম্বল বিতরণকালে মুহাম্মদ আইয়ুব খান এফসিএ বলেন, ডেবনেয়ার গ্রুপ সবসময়ই দেশের দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এই শীতে অসহায়দের সাহায্য করতে পেরে আমাদের প্রতিষ্ঠান গর্বিত। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করা আমাদের প্রধান কর্তব্য। সেই আলোকে শুধুমাত্র শীতবস্ত্র বিতরণই নয়, আমরা বিভিন্ন ভাবে অসহায় ও দুঃস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ডেবনেয়ার গ্রুপের কো-অর্ডিনেটর ও সিএসআর প্রধান মো. সাহেদ খান, স্থানীয় প্রতিনিধি মো: আকিব খানসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।