December 6, 2025 - 5:51 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশকর্ণফুলী ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি: হাইকোর্টের নিষেধাজ্ঞা কি উপেক্ষিত?

কর্ণফুলী ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি: হাইকোর্টের নিষেধাজ্ঞা কি উপেক্ষিত?

spot_img

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার জন্য নতুন অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

গত ১২ ডিসেম্বর কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাতকে সভাপতি এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাবের আহমদ কে সদস্য সচিব করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদনের জন্য এটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।

তবে কমিটি ঘোষণার পরদিনই এর ছায়াকপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দুই সদস্যের অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা শুরু হয়। এর মধ্যে একজন ছাত্র প্রতিনিধি এবং অপরজন ক্রীড়াবিদ ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, একটি রাজনৈতিক দলের চাপে সোমবার রাতে নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে ক্রীড়াবিদ সদস্যকে বাদ দেওয়া হয়। নতুন বাহার হোসেন খাঁন সংযুক্ত হন। এছাড়া আরেকজন সদস্যকেও বাদ দেওয়ার প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া গেছে।

সদ্য বাদ পড়া সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. সালা উদ্দিন বলেন, “কমিটি গঠনের সময় সবার উপস্থিতিতে ইউএনও স্যার আমার নাম প্রস্তাব করেছিলেন। সবার সম্মতিতেই তা গৃহীত হয়। কিন্তু পরদিনই আমার নাম বাদ দেওয়া হলো। কেন জানি না।”

স্থানীয় ক্রীড়াবিদ মোহাম্মদ হারুনুর রশিদ পাটোয়ারী বলেন, সালা উদ্দিন কর্ণফুলীর ক্রীড়াঙ্গনের জন্য নিবেদিতপ্রাণ। তাঁকে বাদ দেওয়া নোংরা মানসিকতার পরিচায়ক। আমরা নিজেদের অস্তিত্বকেই যেন অস্বীকার করছি।

ক্রীড়া সংগঠক মোহাম্মদ ফরিদ অভিযোগ করেন, হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে নতুন কমিটি গঠন আদালত অবমাননার শামিল। এভাবে ক্রীড়াঙ্গনকে কলুষিত করার অপচেষ্টা চলছে।

হাইকোর্টের নির্দেশনা এবং রিট পিটিশন রিট আবেদনের পক্ষে আইনজীবী মো. আবু বক্কর সিদ্দিক জানান, হাইকোর্ট ক্রীড়া সংস্থার কার্যক্রম স্থগিত রেখেছিলেন। এর আগেও গঠিত কমিটি আইন লঙ্ঘন করে গঠিত হয়েছিল।

সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক বলেন, “হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও নতুন কমিটি গঠন করা প্রশ্নবিদ্ধ এবং অগ্রহণযোগ্য। বিষয়টি আইনি জটিলতা আরও বাড়াবে।”

ইউএনও’র প্রতিক্রিয়া পাওয়া যায়নি কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ হয়নি। তবে রাত ৯টায় কাটছাঁট করা একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানা যায়।

কমিটি গঠনের পেছনের ইতিহাসে জানা গেছে, ২০১৮ সালে গঠিত কর্ণফুলী ক্রীড়া সংস্থার প্রথম কমিটির মেয়াদ ২০২৩ সালের সেপ্টেম্বরে শেষ হয়। এরপর নিয়মিত কমিটি গঠনের পরিবর্তে অ্যাডহক কমিটি নিয়ে বিরোধ ও জটিলতা শুরু হয়।

সমালোচনা ও ক্রীড়াঙ্গনের অবস্থায় স্থানীয় ক্রীড়াবিদদের অভিযোগ, একাধিক কমিটি গঠন করলেও কর্ণফুলীর ক্রীড়াঙ্গনের উন্নতি দৃশ্যমান নয়। নামের আগে বিশেষণ যোগ করলেও প্রকৃতপক্ষে ক্রীড়াঙ্গনের স্বার্থ রক্ষায় কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে কমিটি গঠন ও সদস্য বাদ দেওয়ার প্রক্রিয়া কেবল ক্রীড়াঙ্গনে বিভক্তি তৈরি করছে। সংশ্লিষ্টরা এই সংকটের দ্রুত সমাধান দাবি করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

যশোর বোর্ডে শতভাগ ফেল ২০ কলেজকে শোকজ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: চলতি বছরে এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ২০ কলেজকে শোকজ করেছে যশোর শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রকের...

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৪৩ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক কারবারি আটক হয়েছে। শনিবার ভোরে কড্ডার মোড় এলাকায় গোপন...

প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে বীজতলায় প্রতিবেশীর ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.নুরুল হুদা (৫১) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার...

বেনাপোলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা নাভারণ রেলস্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা...

সেভেন রিংস সিমেন্টের ইঞ্জিনিয়ার্স নাইট ২০২৫ উদযাপন

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি দেশের শীর্ষ প্রকৌশলী, স্থপতি ও নির্মাণশিল্পের পেশাজীবীদের সম্মান জানাতে সেভেন রিংস সিমেন্ট রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজন করেছে “ইঞ্জিনিয়ার্স নাইট ২০২৫”...

নোবিপ্রবিতে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন

নোয়াখালী প্রতিনিধি: কনকনে ঠান্ডায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৮শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর)...

নরসিংদীর লক্ষ লক্ষ প্রতিষ্ঠানের নামকরণ মুছে দিয়েছে জনগণ: সড়ক পরিবহন উপদেষ্টা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: স্কুল কলেজসহ লক্ষ লক্ষ প্রতিষ্ঠান এমন কী শৌচাগারেরও নামকরণ করা হয়েছিল, সেসব নাম জনগণ মুছে ফেলে দিয়েছে, এটা...

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু: শিল্প উপদেষ্টা

অর্থ-বাণিজ্য ডেস্ক: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, টিসিবি’র মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে। বিদেশ থেকে চিনি আমদানি আপাতত...