নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী রশিদ আহমেদ (৬০) কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর – ৪৪৯।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) পিয়াদার পাড়া এলাকার মৃত আমির আহমেদের ছেলে তৌফিক আহমেদ (৩৫)-কে। জিডির বাদী রশিদ আহমেদ একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে।
জিডি সূত্রে জানা গেছে, রশিদ আহমেদ ও তৌফিক আহমেদ সম্পর্কে চাচা-ভাতিজা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। সর্বশেষ গত ৯ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে রশিদ আহমেদ মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে তৌফিক আহমেদ তার পথ আটকান। এ সময় তিনি রশিদ আহমেদ কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, চলাচলের রাস্তা নিয়ে একটি জিডি দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্লেষকরা বলছেন, পারিবারিক বিরোধের ফলে স্থানীয় পর্যায়ে এ ধরনের ঘটনা ঘটা নতুন কিছু নয়। আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত পদক্ষেপ এবং স্থানীয় সমাধানের উদ্যোগ এসব বিরোধের সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।