January 15, 2025 - 8:52 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশকাস্টমস কর্মকর্তার হাতে লাঞ্চিত হওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের মানববন্ধন

কাস্টমস কর্মকর্তার হাতে লাঞ্চিত হওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের মানববন্ধন

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার বঙ্গ পিবিসি পাইপ ইন্ডাস্ট্রিজের মালিক সেলিম আহম্মেদকে কাস্টমস কর্মকর্তা শারীরিক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে এক ঘন্টা দোকান পাট সব বন্ধ রেখে প্রধান সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সকল ব্যবসায়ীরা।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে সড়র অবরোধ করে এই মানববন্ধনে অংশ নেন সব শ্রেণির ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ি ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন চলাকালিন সময়ে বড় বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির স্বীকার হয় অসংখ্য মানুষ।

মানববন্ধনে ব্যবসায়ী নেতারা বলেন, ‘মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান ও সহকারী রাজস্ব কর্মকর্তা সাদ্দাম হোসেনসহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর-এর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ৬ জানুয়ারি বঙ্গ পাইপ ইন্ডাস্ট্রিতে যায় এবং তল্লাশির নামে যাচ্ছেতাই আচরণ করেন। অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান প্রতিষ্ঠানের মালিক সেলিম আহমেদের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন। সেলিম আহমেদ ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এতে অপমানিত হয়ে মালিকপক্ষ গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ২৪ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন। এতে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ প্রতিষ্ঠানটির উপর নির্ভরশীল পাঁচ শতাধিক পরিবার চরম অনিশ্চয়তায় পড়ে।

মানববন্ধনে ব্যবসায়ীরা আরও বলেন, অভিযুক্ত অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান ও তার ঘনিষ্ট সহকারী রাজস্ব কর্মকর্তা সাদ্দাম হোসেনের শাস্তি, কাস্টমস কর্মকর্তাদের দ্বারা অনৈতিক হয়রানি বন্ধ এবং প্রতিষ্ঠানটি চালুর দাবির জানাচ্ছি। এই ভাবে যদি কাস্টমস কর্মকর্তারা যদি ব্যবসায়িদের অত্যাচার করে। তাহলে ব্যবসায়িদের নিরাপত্তা কোথায়। এই সমস্যা সমাধান না করলে কাস্টমস কর্মকর্তার অফিস ঘেরাও করা হবে। তখন বুঝতে পারবেন ব্যবসায়িদের অত্যাচার করা কি ভালো না খারাপ’।

ব্যবসায়ী নেতারা আরও বলেন, ‘বঙ্গ পিবিসি পাইপ ইন্ডাস্ট্রিজের মালিক সেলিম আহম্মেদকে কাস্টমস কর্মকর্তা শারীরিক ভাবে যে লাঞ্চিত করেছে তার সমাধান চাই। আগামী ১৫ দিনের মধ্যে অসাধু কাস্টমস কর্মকর্তা রাকিবুল হাসানের অপসারণ ও ব্যবসায়িদের মিথ্যা মামলা প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ব্যবসায়ীরা। কাস্টমস কর্মকর্তা অযোক্তিক ভাবে ব্যবসায়ীদের কাছে পন্যের ভ্যাট আদায় করছে। এটি বন্ধ করতে হবে। সরকারি বিধি মতো ভ্যাট আদায় করতে হবে। ভ্যাট আদায়ের এই ডাকাতি বন্ধ করুন। অতিরিক্ত ভ্যাট আদায় বন্ধ না করলে ব্যবসায়ীদের পথে বসতে হবে। তাই ভ্যাট আদায় করতে হবে। ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে হয়রানি হচ্ছে ও ক্ষতিগ্রস্থ হচ্ছে কিছু অসাধু কাস্টমস কর্মকর্তার কারণে। সকল ব্যবসায়ীরা যেন সুষ্ঠু ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে সেজন্য সরকারের কাছে আবেদন করছি। আর এই চুয়াডাঙ্গার কাস্টমস কর্মকর্তার অপসারণ চাই। অপসারণ না করলে ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে ডাক দেবে বলে হুশিয়ারি’।

মানববন্ধরে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক ও চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সদস্য সচিব ও চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সোনা জোয়ার্দ্দার, কিশোর কুমার কুন্ডু, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, চুয়াডাঙ্গা পরিবেশক সমিতির সাবেক সভাপতি সালাউদ্দিন চান্নু, সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুব আলম রিংকু, চুয়াডাঙ্গা আলী হোসেন মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ আজিজ, চুয়াডাঙ্গা হোটেল রেস্তোরা কমিটির সভাপতি পিয়ার আরী ও সাধারণ সম্পাদক তহিবুর রহমান বাবু, চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের ব্যবসায়ী সুমন পারভেজ, প্রিন্স প্লাজা মার্কেটের সভাপতি আমির বাদশা, রেলবাজার দোকান মালিক সমিতির সদস্য অপু বিশ্বাস ও ফারুক হাসান মালিক, চুয়াডাঙ্গা গমপট্টি ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক বজলুর রহমান, মৎস্য পট্টি ব্যবসায়ি সমিতির ফিরোজ হাসান, চুয়াডাঙ্গা পেক্ট্রোল পাম্ম ও ট্র্যাংকলরীর সাধারণ সম্পাদক এ.এস.এম. তছলিম আরিফ বাবু, বঙ্গ পিবিসি পাইপ ইন্ডাস্ট্রির ম্যানেজার হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার খালিদ হাসান সজিব, হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক রুমি প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি যশোর কাষ্টমস প্রিভেনটিভ টিম চুয়াডাঙ্গার মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজে তল্লাশি চালায়। অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসানের নেতৃত্বে কাস্টমস টিম বঙ্গ পিভিসির মালিক সেলিম হোসেনকে শারিরীক-মানসিকভাবে লাঞ্ছিত করে মোটা অংকের ঘুষ দাবি করে। মূল্যবান কাগজপত্র তছনছ করে। ঘটনার পরদিন ফ্যাক্টরির মালিক প্রতিষ্ঠান বন্ধ করে দেন। উপায় না ফ্যাক্টরির শতাধিক শ্রমিক-কর্মচারী ৯ জানুয়ারি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন শেষে শহরের বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা প্রশাসকের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৌরসভা হত্যা না অন্য কিছু হওয়া বিএনপির সদস্য আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন...

কর্ণফুলী ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি: হাইকোর্টের নিষেধাজ্ঞা কি উপেক্ষিত?

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার জন্য নতুন অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার...

কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী রশিদ আহমেদ (৬০) কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি...

সাবেক পরিবেশ মন্ত্রী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমন'র দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার...

নির্বাচন সংস্কারে যেসব প্রস্তাব দিলো কমিশন

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে কমিশন...

রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন: আইন উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার (১৫...

নতুন বই না পেয়ে কার্যালয়ে সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচকে তার কার্যালয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে...

মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ‘উইনিং টুগেদার (একসাথে বিজয়লাভ)’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে ‘ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’। সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...