মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি কক্সবাজারের পেকুয়ায় তাফসির মাহফিলে আসছেন। তার আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতির নেওয়া হয়েছে। সজ্জিত করা হচ্ছে মঞ্চ এবং প্যান্ডেল।
জানা যায়, চার বছরেরও বেশি সময় পর দেশের তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকছেন ড.মিজানুর রহমান আজহারী।
আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে মাহফিলটি অনুষ্ঠিত হবে। ১২ ঘণ্টা ব্যাপী তাফসির মাহফিলটি সকাল ১০টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হবে বলে জানিয়েছে আয়োজকরা।
ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজক কমিটি। ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে এই মাহফিলে।
মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মদ নেয়ামত উল্লাহ নিজামী বলেন, মাহফিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলের আইনশৃঙ্খলা রক্ষার্থে সেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ, র্যাব ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। দূর-দূরান্ত থেকে যারা মাহফিলে আসবে তাদের খাওয়া-দাওয়া ও গাড়ি পাকিং করার ব্যবস্থা করা হয়েছে।
মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ। তারা জানিয়েছে, এই মাহফিলে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারী ড.শফিকুল ইসলাম মাসুদ এবং চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখা কর্মপরিদের সদস্য মুহাম্মদ আবদুল্লাহ আল ফারুখ।
মিজানুর রহমান আজহারি ছাড়াও আলোচনায় অংশ নেবেন আলোচিত বক্তা শায়খ মুফতী কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, শায়খ মুফতী জসিম উদ্দিন রহমানী, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী এবং মাওলানা সাদিকুর রহমান আজহারী, মাওলানা জসিম উদ্দিন রহমানি, মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা শায়েক সালাহ উদ্দিন মাক্কী, মাওলানা ড.হাবিবুর রহমান, মাওলানা শায়খ মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ আজহারী ও মাওলানা মনিরুল ইসলাম মজুমদার।