ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিপক্ষের হামলায় জিয়ারুল হক (১৭) নামের এক কিশোর শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত জিয়ারুল হক ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে এবং উচাখিলা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিয়ারুল হক মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে রাশিদ (৩৩) ও রাসেল (২৮)এর সঙ্গে আলিনগর গ্রামের আলাল উদ্দিনের ছেলে জিয়ারুল হকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাশিদ ও রাসেল মিলে জিয়ারুল হককে মারধর করে। বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে জিয়ারুল হক তার কয়েক সহযোগী নিয়ে উচাখিলা বাজারের কলা মহালে রাশিদ ও রাসেলের বাবা আব্দুল হক মিয়াকে প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনা শুনে আব্দুল হকের ছেলেরা ক্ষিপ্ত হয়ে আবারও জিয়ারুল হকের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয় জিয়ারুল। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।
এদিকে জিয়ারুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে জিয়ারুলের লোকজন উত্তেজিত হয়ে আব্দুল হকের ছেলে রাশিদ ও রাসেলের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয়ে রাশিদ ও রাসেল ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়। এ ঘটনাটি নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উত্তেজিত জিয়ারুলের লোকজন উচাখিলা বাজারের বিভিন্ন দোকানে হামলা ও ভাঙচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, আনুমানিক বছর খানেক আগে ব্যবসায়ী আব্দুল হকের ছেলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় জিয়ারুল হকের। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছিল জিয়ারুল হক। ওই মামলায় সম্প্রতি জিয়ারুল আদালত থেকে জামিনে এসে ঘটনার দিন দুপুরে আব্দুল হককে দেখে নেওয়ার হুমকি দিয়ে বকাঝকা করে। এতে ক্ষিপ্ত হয়ে তার ছেলেরা জিয়ারুল হককে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।