October 30, 2024 - 11:03 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeনির্বাচিত কলামফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড...

ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপসকৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ

spot_img

এন জি চক্রবর্তী

দ্বিতীয় ভাগ।
চব্বিশ অধ্যায়।
ব্যাংকিং লেনদেন।

যখন আপনি ব্যাংক থেকে টাকা তুলে আপনার দেশী বা বিদেশী পাওনাদারকে টাকা পরিশোধ করবেন, তখন উপরের জার্নালটির বিপরীত জার্নাল করবেন। যদি আপনি টাকা তোলেন, তাহলে নগদ হিসাবকে ডেবিট আর ওই ব্যাংক বা তার মালিকের নামে ক্রেডিট করুন। আপনি যদি কাউকে চেক দেন তবে প্রয়োজনীয় ব্যাখ্যা লিখে তার নামে ডেবিট করুন আর ব্যাংক বা তার মালিকের নামে ক্রেডিট করুন। প্রথমটির জন্য আপনার জার্নালটি হবে:

যথাযথ বর্ণনা দিয়ে এ জার্নালগুলোকে লেজারে পোষ্টিং দিতে হবে। পোষ্টিং হয়ে গেলে প্রয়োজনমত হিসাবের খাতগুলোর এরকটা চার্ট তৈরী করুন আর মেমোরেন্ডাম ও জার্নালটির পোষ্টিং মার্ক দিন। আপনার টাকা আপনি আন্তর্জাতিক ড্রাফটের মাধ্যমে লন্ডন, ব্রাজিস, রোম লিয়ন বা অন্য যে কোন জায়গায় পাঠালেও একই রকম জার্নালে এন্ট্রি দিন। এই রকম আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে যাতে কোন রকম ভুল বোঝাবুঝি না থাকে তার জন্য সমস্ত বিবরণ, শর্তাদি লিখে রাখাই ব্যবসায়িক রেওয়াজ। সে সমস্ত বিবরণ আর শর্তাদির মধ্যে ধরুন, যে মুদ্রায় লেনদেন হচ্ছে সে মুদ্রার নাম, কতদিনের মধ্যে দাম পরিশোধ করতে হবে, আংশিক জাহাজীকরণ করা যাবে কিনা, কমিশন, সুদ বা অন্যান্য খরচাপাতি কি লাগবে তার বিবরণ এবং পরবর্তীতে যাতে কোন বিবাদ উপস্থিত না হয় তার জন্য আরো যা যা তথ্য দরকারী হতে পারে তা লিখে রাখা উত্তম। মোদ্দা কথা হচ্ছে, ওই নির্দিষ্ট লেনদেনটির বিষয়ে পরে কি, কেন, কোথায় ইত্যাদি যেসব প্রশ্ন উঠতে পারে তা আগেভাগেই বিশদভাবে লিখে রাখা দরকার।

এতক্ষণ আপনি ব্যাংকের একজন গ্রাহক হিসাবে আপনার কি করণীয় তা বল্লাম। এবার বলি আপনি যদি ব্যাংকের মালিক হন তাহলে পুরো ব্যাপারটাই হবে উল্টো। ব্যাংকার হিসাবে আপনি যখন আপনার ব্যাংকের কোন হিসাবধারীকে টাকা দেবেন, তখন তাকে মানে তার হিসাবকে ডেবিট করে ক্রেডিট হবে ক্যাশ। যখন আপনার ব্যাংকের কোন হিসাবধারী সরাসরি টাকা না তুলে তার বদলে অন্য কাউকে ড্রাফট দেয়, সেক্ষেত্রে জার্নালটি হবে:

এভাবে একজনের নাম থেকে আরেকজনের নামে টাকা স্থানান্তর হচ্ছে ঠিকই, তবে আপনি বা আপনার ব্যাংক কারো না কারো কাছে দেনাদার বা খাতক থেকেই যাচ্ছেন। এভাবে আপনি দুপক্ষের এজেন্ট বা প্রতিনিধি হিসাবে কাজ করছেন। তবে এর জন্য আপনি আপনার ব্যাংকে ওভারহেড খরচ পোষাবার জন্য আপনি ব্যাংকার হিসাবে যথোপযুক্ত বৈধ কমিশন পাবেন। আর এতে আপনার কি কি বাড়তি উপকার হচ্ছে দেখুনÑ যাওয়া আসা বা ভ্রমন খরচ নেই, মুদ্রা বিনিময় হারের ঝুঁকি থাকলেও তা সামান্য, ড্রাফটির প্রাপকের কাছেও আপনার ঝুঁকি সামান্য, মুদ্রা বিনিময়ের যে সমস্ত ঝামেলা ছিল তার থেকে মুক্তি পেলেন। কখনো যদি একজন গ্রাহক তার হিসাবটি বন্ধ করে দিতে চায় তাহলে ব্যাংকারকে সবসমসয় গ্রাহকের কাছ থেকে ব্যাংকের দেওয়া সমস্ত কাগজের মূলকপি ফেরৎ নেওয়ার কথা মাথায় রাখতে হবে। এভাবে কিকি কাগজ, দলিল, দস্তাবেজ ফেরৎ পেলেন তা একটা ফাইলে রেখে তার তালিকা তৈরী করবেন এবং সেগুলো ক্যানসেল বা বাতিল করবেন। এতে গ্রাহক এরপরও টাকা ফেরৎ চাইলে দ্বিতীয়বার টাকা দেওয়ার মত ভুল থেকে রেহাই পাবেন।

যে কোন ব্যাংকের রেওয়াজ হচ্ছে অর্থ প্রাপ্তি স্বীকারপত্র আদায় ও তা যত্নে রাখা। ধরা যাক, আপনি জেনেভা’র একজন ড্রয়ারকে নগদ ১০০ টাকা দেওয়ার ফলে ফ্লোরেন্সের গিওভান্নি ফ্রেসকোবাল্ডি’র নামে ড্রয়ারের করা ১০০ টাকার একটা বৈধ ড্রাফট পকেটে নিয়ে জেনেভা থেকে ভেনিস যাচ্ছেন। যখন ফ্লোরেন্সের গিওভান্নি ফ্রেসকোবাল্ডি’র ব্যাংক আপনাকে ১০০ টাকা দেবে তখন আপনার কাছ থেকে একটা প্রাপ্তি স্বীকার পত্রের দুটি কপি আদায় করবে। এটা এ জন্য যে, ওর একটা কপি জেনেভার ব্যাংকে পাঠিয়ে দেবে অরেকটা নিজের কাছে রেখে তার হিসাব মেলাবে বা রিকনসাইল করবে। আপনি যদি দ্বিতীয়বার টাকা চাইতে জেনেভা’র বা ফ্লোরেন্সের গিওভান্নি ফ্রেসকোবাল্ডি’র ব্যাংকে যান তাহলে আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। আজকালকার এই বিশ্বাসহীনতার যুগে এ ধবণের সাবধানতা অবলম্বনের প্রয়োজন আরো বেশী হয়ে পড়েছে।

উপরের উদাহরনের দুটো জার্নালের এবং তার লেজার পোষ্টিং দেওয়ার প্রয়োজন হবে। প্রথম মেসার্স গিওভানি এ্যান্ত কোং এর লেজারটাতে জেনেভার ড্রয়ারকে ডেবিট করতে হবে। আর দ্বিতীয়টিতে জেনেভাতে আপনার যে এজেন্ট রয়েছে তার হিসাবে মেসার্স গিওভানি এ্যান্ত কোং’কে ১০০ টাকা ক্রেডিট করতে হবে।

যে ব্যাংকগুলো আন্তর্জাতিক লেনদেন করে তারা সবাই একটা কোড ব্যবহার করে, যাতে দুজন দুজনের কাছে পরিস্কার থাকতে পারে। সুতরাং জায়গামত সঠিকভাবে ও সবিস্তারে সব ঘটনা নিয়মিতভাবে লিখে রাখুন।

(চলবে)

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

বেনাপোলে বিপুল পরিমাণ শুটকি মাছের চালান জব্দ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর শেড থেকে ফিশ মিলের ভিতরে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ শুটকি মাছের চালান জব্দ করেছে কাস্টমস...

সাউথইস্ট ব্যাংকের ৭৪৬ তম বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ৭৪৬তম বোর্ড সভা বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান এম. এ. কাশেম এই বোর্ড সভায়...

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ গ্রেপ্তার ২

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে প্রেমিক ও সহযোগী দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) ভোরে কুলাউড়া...

সিলেট যুব মহিলা লীগের দুই নেত্রীর ভয়স্কর প্রতারণার ফাঁদ

সিলেট প্রতিনিধি : বিগত ১৬ বছরে সিলেটে যুব মহিলা লীগের নেত্রীদের কাছে প্রতারণার শিকার হয়েছে কত জন ভূক্তভোগী তা হিসেব করে গণনা করা কঠিন...

সিংগাইরে এক দিনে ২ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নবাবগঞ্জ থেকে নিখোঁজ হওয়া আবু বক্কর (১৪) অটোরিক্সা চালকের লাশ সকালে ও প্রবাস ফেরৎ নিখোঁজ উজ্জ্বল (৩৫) লাশ বিকেলে উদ্ধার করেছেন থানা...

বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকিবে। তবে কাস্টমস...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বুধবার (৩০ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল...