গাজীপুর প্রতিনিধি : ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যে গাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা কার্যালয় গাজীপুরের উদ্যোগ আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচাল ফৌজিয়া আসমতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জন ড.মাহমুদা আখতার। এ সময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কমকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সবার শেষে, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।