January 21, 2025 - 4:47 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তি‘কুকিপ্লাস’ ম্যালওয়্যার নিয়ে ক্যাসপারস্কি’র নতুন সতর্কবার্তা

‘কুকিপ্লাস’ ম্যালওয়্যার নিয়ে ক্যাসপারস্কি’র নতুন সতর্কবার্তা

spot_img

কর্পোরেট ডেস্ক: ল্যাজারাস গ্রুপের ‘অপারেশন ড্রিমজব’ নামক সাইবার আক্রমণ কার্যক্রমটি গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলমান এবং দিন দিন আরও উন্নত ও জটিল কৌশল গ্রহণ করছে। ক্যাসপারস্কি’র গ্লোবাল রিসার্স অ্যান্ড অ্যানালাইসিস টিমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই অপারেশনের সর্বশেষ লক্ষ্যবস্তু ছিলো একটি পারমাণবিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা।

প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মীদের লক্ষ্য করে তিনটি সংক্রামিত আর্কাইভ ফাইল ব্যবহার করা হয়েছে, যা আইটি পেশাদারদের দক্ষতা মূল্যায়নের টেস্ট হিসেবে দেখা গেছে। আক্রমণে ‘কুকিপ্লাস’ নামে একটি নতুন মডুলার ব্যাকডোরসহ উন্নত ম্যালওয়্যার ব্যবহৃত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের আক্রমণ রুখতে সাইবার নিরাপত্তা আরও জোরদার করা জরুরি।

কাস্পারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (GReAT) ল্যাজারাস গ্রুপের সঙ্গে যুক্ত ‘অপারেশন ড্রিমজব’ (ডেথনোট নামেও পরিচিত) এর একটি নতুন সাইবার আক্রমণ প্রচারণা উন্মোচন করেছে। ২০১৯ সালে ক্রিপ্টোকারেন্সি ব্যবসাকে লক্ষ্য করে শুরু হওয়া এই অভিযান গত বছর ইউরোপ, লাতিন আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং আফ্রিকার আইটি ও প্রতিরক্ষা খাতে বিস্তৃত হয়। সাম্প্রতিক আক্রমণে ব্রাজিলের পারমাণবিক সংস্থার কর্মী এবং ভিয়েতনামের একটি অজ্ঞাত খাতের কর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। একমাসের মধ্যে ভিকটিমদের কাছে আইটি চাকরির মূল্যায়নের ছদ্মবেশে আর্কাইভ ফাইল পাঠানো হয়। লাজারাস গ্রুপ উন্নত কৌশল ব্যবহার করে অ্যামাজনভিএনসি.ইএক্সই (AmazonVNC.exe)-এর মতো ট্রোজানাইজড ভিএনসি(VNC) সফটওয়্যার এবং র‍্যানিড ডাউনলোডার (Ranid Downloader), মিস্টপেন (MISTPEN), রোলমিড (RollMid), এবং এলপিই-ক্লাইন্ট (LPEClient)-এর মতো ম্যালওয়্যার প্রেরণ করেছে। এছাড়া, কুকিপ্লাস নামক একটি ব্যাকডোর, যা নোটপ্যাড প্লাস প্লাস (Notepad++) প্লাগইন কম্পেয়ারপ্লাস-এর ছদ্মবেশে সিস্টেম তথ্য সংগ্রহ এবং কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়েছে।

ক্যাসপারস্কি’র গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিমের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সোজুন রিউ বলেন, “অপারেশন ড্রিমজবের মাধ্যমে সংবেদনশীল সিস্টেম তথ্য সংগ্রহ করা হয়, যা পরিচয় চুরি বা গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে। আর এটি একটি বড় ধরনের ঝুঁকি। ম্যালওয়্যারটি এর কার্যক্রম বিলম্বিত করার ক্ষমতা রাখে, যা অনুপ্রবেশের মুহূর্তে শনাক্ত হওয়া থেকে রক্ষা করে এবং সিস্টেমে দীর্ঘ সময় স্থায়ী হতে সাহায্য করে। নির্দিষ্ট সময়ে কার্যক্রম চালানোর মাধ্যমে এটি এমন বিরতিতে কাজ করতে পারে, যা সহজে নজরে আসে না। পাশাপাশি, এটি সিস্টেম প্রসেসকে প্রভাবিত করতে পারে, যা শনাক্তকরণ আরও কঠিন করে তোলে এবং সিস্টেমের আরও ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫...

জমি অধিগ্রহণ না করেই ব্রীজের সংযোগ সড়ক নির্মাণের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা-বাল্লা-পাটুরিয়া আঞ্চলিক সড়কের ঝিটকা বাজারের পিঁয়াজ হাটা সংলগ্ন খালের ওপর নবনির্মিত ব্রীজের সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করেছে ধ্রুব কানট্রাকশন...

সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার করা হবে: আইন উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে সাইবার সিকিউরিটি আইনের অধীনে সারা দেশে যত...

দর পতনের শীর্ষে এসোসিয়েটস অক্সিজেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারে (২১ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে ১৫৬ কোম্পানির...

দেশে প্রথমবারের মতো মিল্কি গ্লো বেবি সোপ নিয়ে এলো ‘প্যারাসুট জাস্ট ফর বেবি’

কর্পোরেট ডেস্ক: শিশুর যত্নে দেশব্যাপি মায়েদের নির্ভরযোগ্য ও জনপ্রিয় ব্র্যান্ড প্যারাসুট জাস্ট ফর বেবি তাদের বেবি কেয়ার রেঞ্জের নতুন পণ্য মিল্কি গ্লো বেবি সোপ...

দরবৃদ্ধির শীর্ষে বেস্ট হোল্ডিংস

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে ১৬৫ কোম্পানির...

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মাদরাসা শিক্ষকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে সাবেক এক মাদারাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি। নিহত আবুবক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক...

ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে দুই জোড়া নতুন ট্রেন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলাচল করবে দুই জোড়া নতুন ট্রেন। এর মধ্যে একটি ‘প্রবাল এক্সপ্রেস’ অপরটি ‘সৈকত...