January 15, 2025 - 5:19 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাঅতীতের ঘটনা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

অতীতের ঘটনা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক : গত দু’দিন দেশের ক্রিকেট পাড়ায় যা ঘটেছে সেগুলো ভুলে বিশ্বকাপ দলের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন।

মূলত ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া তামিম ইকবালের ঘটনার বিষয়ের প্রতি ইঙ্গিত দেন মাহমুদ। তার বাদ পড়া নিয়ে কিছু বিতর্কের জন্ম দিয়েছে। তামিমের বাদ পড়া নিয়ে দেশের ক্রিকেট স্পস্টতই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তামিম তার ইনজুরি না লুকিয়ে সততার প্রমান দেয়ায় এক গ্রুপ তার পক্ষে। অন্য পক্ষটি তামিমের সমালোচনা করে বলছে, দলের ভারসাম্য নষ্ট করেছে সে।

ভারতে মাটিতে আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে গুয়াহাটির উদ্দেশ্যে দেশ ছাড়ার প্রাক্কালে আজ বিকেলে মাহমুদ বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি । সুতরাং পিছনের ঘটনা ভুলে এখন সময় সামনে তাকানোর।’

তিনি আরও বলেন, ‘যা হওয়া হয়ে গেছে, এসব নিয়ে ভেবে লাভ নেই। অতীতের কথা না ভেবে আমাদের সামনের দিকে মনোযোগ দিতে হবে।’

এমন ঘটনায় অধিনায়ক সাকিব আল হাসানকেও টেনে আনেন ভক্তরা। কারণ দীর্ঘদিন ধরেই সাকিব ও তামিমের মধ্যে সু-সম্পর্ক নেই।

মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল স্পষ্ট করে বলেছে, ইনজুরির কারনে দলে নেয়া হয়নি তামিমকে। পাঁচ বা ছয় ম্যাচ খেলবেন বা অন্য কিছু এমনটা কখনও কাউকে বলেননি তামিম। যেকোন সময় ইনজুরি মাথাচাড়া দিতে পারে- নির্বাচকদের এমনটাই জানিয়েছেন তামিম। এজন্যই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা।

মাহমুদ আরও বলেন, নিজের ব্যথার কথা জানিয়ে আমাকে তামিম বলেছে যদি খেলেন তবে তা ম্যানেজ করেই খেলবেন তিনি।

মাহমুদ বলেন, ‘বিপিএল প্লেয়ার্স ড্রাফটের সময় তামিম আমাকে বলেছিলো, তার ব্যথা আছে এবং তিনি যদি খেলেন তাহলে সেটি নিয়েই খেলতে হবে তাকে। আরও বলেছিলেন, তার অবস্থা সম্পর্কে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডকে জানাবেন তিনি।’

তামিম ইস্যু ভুলে দলের প্রতি আস্থা রাখতে সবাইকে অনুরোধ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদ।

তিনি বলেন, ‘অবশ্যই তামিম দেশ সেরা ক্রিকেটারদের একজন। সবাইকে অনুরোধ করছি এই দলের প্রতি আস্থা রাখতে। এটি আমাদের বিশ্বকাপ দল এবং তারুণ্য এবং অভিজ্ঞতা দিয়ে সাজানো হয়েছে।’

মাহমুদ আরও বলেন, ‘আমাদের একটি স্বপ্ন আছে এবং আমাদের তা বাস্তবায়ন করতে হবে। আমি বিশ্বাস করি দেশের ভাবমূর্তির উন্নতির জন্য সবাই যথাসাধ্য চেষ্টা করবে।’

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে গুয়াহাটিতে ২৯ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা।

মাহমুদের মতে, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ দলকে ঐক্যবদ্ধ করতে সহায়ক হবে।

তিনি বলেন, ‘এই দু’টি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি আমাদের আত্মবিশ্বাসী করতে সহায়তা করবে। আশা করি, বিশ্বকাপের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী হতে এই দু’টি ম্যাচে আমরা ভালো খেলবো।’

আরও পড়ুন:

আমি কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না: তামিম

হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ

দেখে নিন বিশ্বকাপের ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।...

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

বিনোদন ডেস্ক : আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী মারা স্বামী শাহাদাৎ হোসাইন গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন...

অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : পুলিশসহ অপরাধ ও বিতর্কিতমূলক কর্মকাণ্ডে জড়িত সব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর...

হালনাগাদ ভূমি মন্ত্রণালয়ের সফটওয়্যার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ভূমি সেবা কার্যক্রম শতভাগ জনবান্ধব করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের...

প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার...

পিএসএলে দল পেলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন স্পিনার রিশাদ হোসেন। পিএসএলে ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে তৃতীয় রাউন্ডে রিশাদকে দলে নেয় দু’বারের চ্যাম্পিয়ন লাহোর...

রাঙামাটিতে ইউসিবির কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ‘ভরসার নতুন জানালা’-র...

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক ও এসআই ক্লোজ

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ও উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি)...